Rail Accident: চালকের ভুলেই দুর্ঘটনা! বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার দুর্ঘটনায় দাবি রেলের

Last Updated:

Rail Accident: অন্ধপ্রদেশে বিশাখাপত্তনম থেকে রায়গড় যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়া বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেন নিয়ে বিস্ফোরক দাবি

বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার দুর্ঘটনায় দাবি রেলের
বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার দুর্ঘটনায় দাবি রেলের
কলকাতা: অন্ধপ্রদেশে বিশাখাপত্তনম থেকে রায়গড় যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়া বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেন নিয়ে বিস্ফোরক দাবি। রেল আধিকারিকরাও জানালেন, ট্রেনের চালকের ভুলেই দুর্ঘটনা ঘটেছে। ইস্ট কোস্ট রেলওয়ের এক শীর্ষ কর্তা জানান, বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের চালকই সিগন্যাল মানেননি। লাল সিগন্যাল থাকা সত্ত্বেও তিনি সিগন্যাল ভেঙে এগিয়ে যান। ফলে ট্রেনটি গিয়ে ধাক্কা মারে বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে। দুর্ঘটনায় এখনও অবধি ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ১০০ জন।
advertisement
ইস্ট কোস্ট রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বিশ্বজিৎ সাহু বলেন, “বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের চালকই দুর্ঘটনার জন্য দায়ি। রেলের সিগন্যালিংয়ের কোনও সমস্যা ছিল না। প্রাথমিক তদন্ত জানা গিয়েছে, পালাসা প্যাসেঞ্জার ট্রেনটি ওই লাইনে থাকায়, পিছন থেকে আসা বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটিকে লাল সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু চালক সেই সিগন্যাল না মানায় দুর্ঘটনা ঘটে। “
advertisement
রেলের আধিকারিকদের দাবি, ট্রেনটি গিয়ে পালাসা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে ধাক্কা মারে। ওই চালকের মৃত্যু হয়েছে। তবে তদন্ত এখনও জারি রয়েছে। তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট চিত্র দেখা যাবে। তবে এই দুর্ঘটনার তদন্ত করবে কমিশনার অফ রেলওয়ে সেফটি।
বাংলা খবর/ খবর/দেশ/
Rail Accident: চালকের ভুলেই দুর্ঘটনা! বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার দুর্ঘটনায় দাবি রেলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement