Pakistan Cricket Gossip: পাকিস্তান ক্রিকেটে একেবারে চরম অশান্তি, বাবর আজমের ব্যক্তিগত চ্যাট লিক, রইল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Pakistan Cricket Gossip: পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ এবং অধিনায়ক বাবর আজমের ব্যক্তিগত চ্যাট ফাঁস
ইসলামাবাদ: পাকিস্তান ক্রিকেটে কূটকচালিতে ভরে গেছে৷ একেবারে কোনও কিছুই ঠিক চলছে না৷ একের পর এক হারে হতশ্রী কঙ্কাল বেরিয়ে এসেছে৷ মাঠের বাইরে চরম কূটকচালি৷ এবার ফাঁস হোয়াটঅ্যাপ চ্যাট৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ এবং অধিনায়ক বাবর আজমের ব্যক্তিগত চ্যাট ফাঁস৷ আর ফাঁস করে দিলেন খোদ পিসিবি প্রধান৷
জাকা আশরফা একটি টিভি সাক্ষাৎকারে বাবরের হোয়াটসঅ্যাপ মেসেজ লিক করে দিয়েছেন৷ পিসিবি প্রধান নিজেকে বাঁচাতে এভাবে তির ঘুরিয়ে দিলেন বাবর আজমের দিকে৷ প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফের আরোপের ভিত্তিতে উত্তর দিতে গিয়ে এভাবে বাবরকে ফাঁসিয়ে দিলেন৷
Shameful act done by @ARYNEWSOFFICIAL by leaking Babar Azam private WhatsApp messages on national tv. I agree on the manager conflict of interest bit but doing this is utter shameful act expected better from Mr Waseem badmi.@WaseemBadamipic.twitter.com/6Y0chDPXjH
— Mustafa (@Mustafasays_) October 29, 2023
advertisement
advertisement
পিসিবি প্রধান জাকা আশরফ এই কাজ করার পর বিবাদ আরও ঘোরালো দিকে চলে যেতে পারে৷ বাবর আজম কখনই টিভি শো তে প্রাইভেট মেসেজ শেয়ার করেন তা চাইবেন না৷ জাকা আশরফের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের মারাত্মক অভিযোগ উঠতে পারে৷
আরও পড়ুন – IND vs SA: বিশ্বকাপের মেগা ম্যাচ নিয়ে ইডেনে জোর ভাবনা, বিরাটের জন্মদিনে সকলের হাতে কেক এও কী সম্ভব!
advertisement
জাকা আশরফ বাবর আজমের মেসেজ লিক করেছে
এখন প্রশ্ন হচ্ছে জাকা আশরফ কেন বাবর আজমের মেসেজ লিক করে দিলেন৷ রশিদ লতিফ তাঁর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছিলেন৷ রশিদ বলেছিলেন বাবর আজম জাকা আশরফের হোয়াটসঅ্যাপ মেসেজ লিক করেছেন৷ কিন্তু সে সময় সেই বিষয়ের জবাব দেননি তিনি৷ কিন্তু হঠাৎই একটি লোকাল নিউজ চ্যানেলে নিজের পক্ষে কথা বলেন৷ তিনি বলেন বাবর তাঁর সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেনি৷
advertisement
পিসিবি প্রধান বলেছেন, ‘‘উনি (লতিফ) বলছেন আমি বাবরের ফোন তুলিনি কিন্তু সত্যি এটাই যে বাবর তাঁকে ফোনই করেনি৷ আর অধিনায়ক টিম ডিরেক্টর বা পিসিবি -র চিফ অপারেটিং অফিসারের সঙ্গে কথা বলেন৷ এরকম পরিস্থিতিতে কেন বাবর হঠাৎ তাঁকে ফোন করবেন৷’’
আশরফ নিজের কথা প্রমাণ করার জন্য সাক্ষাৎকার নিচ্ছিলেন যে ব্যক্তি তাঁকে বাবর আজমের হোয়াটসঅ্যাপ মেসেজ শেয়ার করেছে৷ এই সাক্ষাৎকারে বাবর এবং পিসিবি -র সিওও সলমান নসিরের সঙ্গে কথা হয়েছে৷ লাইভ টিভি শো -তে দেখানো হয়েছে৷ পিসিবি চেয়ারম্যান বলেছেন প্রমাণ করতে চেয়েছেন বাবর তাঁকে ফোন করেননি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2023 9:49 AM IST