Pakistan Cricket Gossip: পাকিস্তান ক্রিকেটে একেবারে চরম অশান্তি, বাবর আজমের ব্যক্তিগত চ্যাট লিক, রইল ভিডিও

Last Updated:

Pakistan Cricket Gossip: পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ এবং অধিনায়ক বাবর আজমের ব্যক্তিগত চ্যাট ফাঁস

পাকিস্তান ক্রিকেটে চরম অশান্তি - Photo Courtesy- Canva
পাকিস্তান ক্রিকেটে চরম অশান্তি - Photo Courtesy- Canva
ইসলামাবাদ:  পাকিস্তান ক্রিকেটে কূটকচালিতে ভরে গেছে৷ একেবারে কোনও কিছুই ঠিক চলছে না৷ একের পর এক হারে হতশ্রী কঙ্কাল বেরিয়ে এসেছে৷ মাঠের বাইরে চরম কূটকচালি৷ এবার ফাঁস হোয়াটঅ্যাপ চ্যাট৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ এবং অধিনায়ক বাবর আজমের ব্যক্তিগত চ্যাট ফাঁস৷ আর ফাঁস করে দিলেন খোদ পিসিবি প্রধান৷
জাকা আশরফা একটি টিভি সাক্ষাৎকারে বাবরের হোয়াটসঅ্যাপ মেসেজ লিক করে দিয়েছেন৷ পিসিবি প্রধান নিজেকে বাঁচাতে এভাবে তির ঘুরিয়ে দিলেন বাবর আজমের দিকে৷ প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফের আরোপের ভিত্তিতে উত্তর দিতে গিয়ে এভাবে বাবরকে ফাঁসিয়ে দিলেন৷
advertisement
advertisement
পিসিবি প্রধান জাকা আশরফ এই কাজ করার পর বিবাদ আরও ঘোরালো দিকে চলে যেতে পারে৷ বাবর আজম কখনই টিভি শো তে প্রাইভেট মেসেজ শেয়ার করেন তা চাইবেন না৷ জাকা আশরফের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের মারাত্মক অভিযোগ উঠতে পারে৷
advertisement
জাকা আশরফ বাবর আজমের মেসেজ লিক করেছে
এখন প্রশ্ন হচ্ছে জাকা আশরফ কেন বাবর আজমের মেসেজ লিক করে দিলেন৷ রশিদ লতিফ তাঁর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছিলেন৷ রশিদ বলেছিলেন বাবর আজম জাকা আশরফের হোয়াটসঅ্যাপ মেসেজ লিক করেছেন৷ কিন্তু সে সময় সেই বিষয়ের জবাব দেননি তিনি৷ কিন্তু হঠাৎই একটি লোকাল নিউজ চ্যানেলে নিজের পক্ষে কথা বলেন৷ তিনি বলেন বাবর তাঁর সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেনি৷
advertisement
পিসিবি প্রধান বলেছেন, ‘‘উনি (লতিফ) বলছেন আমি বাবরের ফোন তুলিনি কিন্তু সত্যি এটাই যে বাবর তাঁকে ফোনই করেনি৷ আর অধিনায়ক টিম ডিরেক্টর বা পিসিবি -র চিফ অপারেটিং অফিসারের সঙ্গে কথা বলেন৷ এরকম পরিস্থিতিতে কেন বাবর হঠাৎ তাঁকে ফোন করবেন৷’’
আশরফ নিজের কথা প্রমাণ করার জন্য সাক্ষাৎকার নিচ্ছিলেন যে ব্যক্তি তাঁকে বাবর আজমের হোয়াটসঅ্যাপ মেসেজ শেয়ার করেছে৷ এই সাক্ষাৎকারে বাবর এবং পিসিবি -র সিওও সলমান নসিরের সঙ্গে কথা হয়েছে৷ লাইভ টিভি শো -তে দেখানো হয়েছে৷ পিসিবি চেয়ারম্যান বলেছেন প্রমাণ করতে চেয়েছেন বাবর তাঁকে ফোন করেননি৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Pakistan Cricket Gossip: পাকিস্তান ক্রিকেটে একেবারে চরম অশান্তি, বাবর আজমের ব্যক্তিগত চ্যাট লিক, রইল ভিডিও
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement