Puri Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরে বোমাতঙ্ক! নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা মন্দির চত্বর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে বলে খবর।
পুরী: পুরীর জগন্নাথ মন্দিরে বোমাতঙ্ক৷ সোশ্যাল মিডিয়ায় পুরীর জগন্নাথ মন্দিরকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি৷ মন্দির চত্বরে মোতায়েন করা হল অতিরিক্ত নিরাপত্তা বাহিনী৷ এর জেরে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরীর জগন্নাথ ধামে। চলছে বোমার খোঁজে তল্লাশি। ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে বলে খবর।
মঙ্গলবার সামনে আসে একটি ফেসবুক পোস্ট৷ যেখানে দ্বাদশ শতাব্দীর এই মন্দির বোমায় উড়িয়ে দেওয়ার পাশাপাশি বিজেডি-র রাজ্যসভার সাংসদ শুভাশিস খুন্তিয়া এবং পুরীর একটি শপিং কম্প্লেক্সও বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল৷
প্রতিদিন পুরীর মন্দিরে লক্ষ লক্ষ পর্যটক আসেন। সেই কারণে নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি ওড়িশা প্রশাসন। সংবাদ সংস্থা সূত্রে খবর, বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড শুধু মন্দিরে নয়, ওই চত্বরের আশপাশের সংবেদনশীল এলাকাতেও তল্লাশি চালাচ্ছে। মন্দিরে পুণ্যার্থীদের প্রবেশের উপর এখনই কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। তবে মন্দিরে প্রবেশকারী প্রত্যেককেই পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করছেন নিরাপত্তারক্ষীরা।
advertisement
advertisement
স্থানীয় পুলিশ সূত্রের খবর, যে মহিলার অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছিল, তিনি বিষয়টির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন৷ দাবি করেন, তাঁর নাম ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট তৈরি করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে কেউ৷
advertisement
ওই মহিলার বয়ানের উপরে ভিত্তি করে এক ব্যক্তির খোঁজ পায় পুলিশ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়৷
পুরীর সাইবার পুলিশ স্টেশনে এই বিষয়ে দায়ের হয়েছে মামলা৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘‘পুরীর মন্দির এবং তার চারপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে৷ ’’
advertisement
অন্যদিকে, এই বিষয়ে পুরীর এসপি-র সঙ্গে দ্রুত ব্যবস্থার দাবি জানিয়েছেন সাংসদ খুন্তিয়া৷ সাংসদ জানিয়েছেন, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে ফোন করে হুমকিও দিয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Odisha (Orissa)
First Published :
Jan 21, 2026 12:35 PM IST











