Bangladesh News: নিরাপত্তা নিয়ে সংশয়! বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে আনছে ভারত
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
‘নন ফ্যামিলি’ পোস্টিং অন্যতম কড়া নিরাপত্তা ব্যবস্থাগুলির অন্যতম বলে মনে করা হয়৷ যে সমস্ত দেশ অথবা জায়গায় অস্থির এবং বিপজ্জনক পরিস্থিতি থাকে, সেখানে আধিকারিকদের পরিবারকে থাকার অনুমতি দেওয়া হয় না৷
r সংবাদ সংস্থা পিটিআই-কে বিদেশ দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘‘নিরাপত্তার খাতিরে, সাবধানতা অবলম্বনের নিরিখে আমরা হাই কমিশন এবং অন্য পোস্টে থাকা ভারতীয় আধিকারিকদের পরিবারকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে পাশাপাশি, জানানো হয়েছে, বাংলাদেশেক হাই কমিশন এবং অন্যান্য দূতাবাস খোলাই থাকবে৷
advertisement
সূত্র মারফত জানা গিয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং বাংলাদেশে অবস্থিত অন্যান্য সকল ভারতীয় পোস্ট খোলা এবং সম্পূর্ণরূপে কার্যকর থাকবে। কূটনৈতিক কাজ এবং পরিষেবা স্বাভাবিকভাবেই অব্যাহত থাকবে। তবে এই বিষয়ে বিদেশমন্ত্রক থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে সূত্র মারফত জানা গিয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং বাংলাদেশে অবস্থিত অন্যান্য সকল ভারতীয় পোস্ট খোলা এবং সম্পূর্ণরূপে কার্যকর থাকবে। কূটনৈতিক কাজ এবং পরিষেবা স্বাভাবিকভাবেই অব্যাহত থাকবে। তবে এই বিষয়ে বিদেশমন্ত্রক থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি৷ কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি৷
advertisement
advertisement
advertisement







