এবার জেলেই সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ সময়, রয়েছে কেবিন-ও, ভারতের জেলেই মিলবে এই সুবিধা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সঙ্গীরা নিজেদের মতো সময় কাটাতে পারবেন জেলের একটি নির্দিষ্ট ঘরে, ঘরের সঙ্গে থাকবে শৌচালয়ও
#চণ্ডিগড়: জেলের ভিতরেই সঙ্গী, অর্থাৎ স্বামী বা স্ত্রীর সঙ্গে সময় কাটাতে পারবেন বন্দিরা। আজ, মঙ্গলবার থেকেই পঞ্জাবের জেলে চালু হল এই নতুন নিয়ম, ভারতের প্রথম রাজ্য যেখান এই নিয়ম চালু করল কারা বিভাগ।
কারা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক ভাবে গোবিন্দওয়াল সাহিব সেন্ট্রাল জেল, নাভার নতুন জেলা জেল, ভাটিণ্ডার মহিলা জেলে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। তবে, ভয়ঙ্কর অপরাধী, গ্যাংস্টার, জীবনের ঝুঁকি রয়েছে এমন বন্দি, যৌন হেনস্থায় জড়িতদের এই সুযোগ দেওয়া হবে না।
advertisement
advertisement
জেলে থাকাকালীন যে সমস্ত বন্দির আচরণ ভাল, তারাই এই সুযোগ পাবে। সঙ্গীরা নিজেদের মতো সময় কাটাতে পারবেন জেলের একটি নির্দিষ্ট ঘরে, ঘরের সঙ্গে থাকবে শৌচালয়ও। বরাদ্দ সময় দু’ঘণ্টা। তিন মাসে এক বারই মিলবে এই সুযোগ। স্বামী বা স্ত্রী, যিনি বন্দির সঙ্গে দেখা করতে আসছেন, তাঁকে বিয়ের প্রমাণপত্র দেখাতে হবে। পাশাপাশি, কোভিড, এইচআইভি বা অন্য কোনও সংক্রামক রোগ নেই, এমন মেডিক্যাল শংসাপত্রও জমা দিতে হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2022 5:58 PM IST