হোম /খবর /কলকাতা /
গরুপাচার মামলায় এবার ২ আইপিএস অফিসারকে তলব ইডি-র

গরুপাচার মামলায় এবার ২ আইপিএস অফিসারকে তলব ইডি-র

২৬ সেপ্টেম্বর তলব করা হয়েছে ডিসি (দক্ষিণ) আকাশ মাঘরিয়াকে। ২৮ সেপ্টেম্বর তলব করা হয়েছে জ্ঞাননাথ সিং-কে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: গরুপাচার মামালায় এবার ২ আইপিএস অফিসারকে তলব করল ইডি। ২৬ সেপ্টেম্বর তলব করা হয়েছে ডিসি (দক্ষিণ) আকাশ মাঘরিয়াকে। ২৮ সেপ্টেম্বর তলব করা হয়েছে জ্ঞাননাথ সিং-কে।

এর আগে কয়লাপাচার কাণ্ডে  আট জন আইপিএস অফিসারকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১৫ অগাস্টের পর দিল্লিতে ওই আট জন আইপিএস অফিসারকে তলব করা হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, যে আট জন আইপিএস আধিকারিককে তলব করা হয়েছিল, তাঁরা হলেন জ্ঞানবন্ত সিংহ, সুকেশ জৈন, রাজীব মিশ্র, কোটেশ্বর রাও, শ্যাম সিংহ, তথাগত বসু, সেলভা মুরুগান, ভাস্কর মুখোপাধ্যায়। এর আগেও এই মামলায় সাত আইপিএসকে তলব করা হয়েছিল। জ্ঞানবন্ত সিং ও রাজীব মিশ্রকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবারও তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Cattle Smuggling Case