Punjab Polls: চান্নি নয়, তিনিই ছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার প্রথম পছন্দ, দাবি সুনীল জাখরের
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Punjab Polls: জাখরের দাবি, তিনি বিধায়কদের প্রথম পছন্দ ছিলেন। ৪২ জন বিধায়ক তাঁকে ভোট দিয়েছেন, ১৬ জন ডেপুটি সিএম সুখজিন্দর সিং রনধাওয়া, ১২ জন সাংসদ প্রনীত কৌর, ৬ জন নভজ্যোত সিং সিধু এবং মাত্র ২ জন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির পক্ষে ছিলেন।
#পঞ্জাব: গত বছরের সেপ্টেম্বরে ক্যাপ্টেন অমরিন্দর সিং (Amrinder Singh) পদত্যাগ করার পরে পঞ্জব কংগ্রেসের প্রাক্তন প্রধান সুনীল জাখর (Sunil jakhar) ছিলেন দলের বিধায়কদের মুখ্যমন্ত্রী পদের জন্য প্রথম পছন্দ ৷ এমনটাই দাবি জাখরের। তাহলে কী করে পদাধিকারি হলেন চান্নি (Channi), পঞ্জাবের নির্বাচনের আগে (Punjab Polls) প্রশ্ন এখানেই৷
জাখরের (Sunil jakhar) দাবি, তিনি বিধায়কদের প্রথম পছন্দ ছিলেন। ৪২ জন বিধায়ক তাঁকে ভোট দিয়েছেন, ১৬ জন ডেপুটি সিএম সুখজিন্দর সিং রনধাওয়া, ১২ জন সাংসদ প্রনীত কৌর, ৬ জন নভজ্যোত সিং সিধু এবং মাত্র ২ জন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির (Channi) পক্ষে ছিলেন। পঞ্জাবের নির্বাচনের আগে (Punjab Polls) জাখরকে ঘিরে দ্বিধাবিভক্ত
advertisement
advertisement
চান্নির নিয়োগের পরে, জাখর কেবল প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই (EX CM) নয়, বর্তমান সরকারকেও তাঁর বার্তা দিয়েছিলেন৷ তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি গৃহীত সিদ্ধান্তে খুশি নন। বরিষ্ঠ নেতারা অবশ্য বলেছেন যে পঞ্জাবের জনসংখ্যার ভিত্তিতে পছন্দের বিকল্প ছিল জাট শিখ। চান্নিকে (Channi) হাইকমান্ড বেছে নিয়েছে কারণ দল দলিতদের হয়ে খেলতে চেয়েছিল। সেই সময়ে, চান্নিকে বেছে নেওয়াই ছিল সবচেয়ে নিরাপদ, এমনটাই জানিয়েছেন পঞ্জাব কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতা৷
advertisement
বেআইনি বালি উত্তোলনের মামলায় চরণজিৎ সিং চান্নির এক আত্মীয়ের বাড়ি এবং অফিসে গতকাল তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ হিসেব বহির্ভূত প্রায় দশ কোটি টাকা নগদ, একুশ লক্ষ টাকার গয়না, বারো লক্ষ টাকা দামের রোলেক্স ঘড়ি এবং সম্পত্তির নথির বাজেয়াপ্ত করেছে ইডি৷ ফলে অস্বস্তিতে পড়েছেন চান্নি৷ অন্যদিকেপাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি যার নাম নিয়ে গুঞ্জন, তিনি হলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখর (Sunil Jakhar)। সম্প্রতি প্রধানমন্ত্রীর কনভয়ে আটকানোর জন্য চান্নিকে তোপ দেগেছিলেন জাখর৷ নিজের দলকে তোপ দাগা থেকেই বোঝা যাচ্ছিল তিনি বেসুরো হচ্ছেন৷
advertisement
এই মুহূর্তে পাঞ্জাবের রাজনৈতিক প্রতিযোগিতা উত্তপ্ত হয়ে উঠছে। আম আদমি পার্টি মাটি কামড়ে পড়ে রয়েছে ইতিমধ্যে৷ নির্বাচনে রাজ্যে জয়লাভ করার আশাও করছে তারা৷ সম্প্রতি ভগবত মানকে (Bhagwant Mann) পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে দল৷ প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুও ( Navjot Singh Sidhu) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2022 5:33 PM IST