Arif Masood: সূর্যপ্রণামকে চ্যালেঞ্জ করে আদালতে কংগ্রেস! 'ঐচ্ছিক' করা হোক এই নিয়ম, দাবি বিধায়কের
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Arif Masood: প্রাথমিক শুনানির পর, প্রধান বিচারপতি আরভি মালিমাথ এবং বিচারপতি পিকে কৌরভের ডিভিশন বেঞ্চ এক সপ্তাহ পর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
#লখনউ: আজাদি কা অমৃত মহোৎসব (Azaadi Ka Amrit Mahotsava celebrations) উদযাপনের অংশ হিসাবে স্কুলগুলিতে সূর্য প্রণাম (Surya Namaskar) 'বাধ্যতামূলক' (compulsory participation ) করা হয়েছে৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার আদালতে কংগ্রেস (Congress)৷ কংগ্রেস ভোপালের বিধায়ক (Congress Bhopal MLA) আরিফ মাসুদ (Arif Masood) মধ্যপ্রদেশ হাইকোর্টের ( Madhya Pradesh high court) জব্বলপুর বেঞ্চে (Jabalpur bench )অভিযোগ দায়ের করলেন।
এই বিষয়ে প্রাথমিক শুনানির পর, প্রধান বিচারপতি আরভি মালিমাথ এবং বিচারপতি পিকে কৌরভের ডিভিশন বেঞ্চ (double bench of Chief Justice RV Malimath and justice PK Kaurav ) এক সপ্তাহ পর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
মাসুদ (Arif Masood) তাঁর পিটিশনে বলেছেন যে আজাদি কা অমৃত মহোৎসব (Azaadi Ka Amrit Mahotsava celebrations) উদযাপনের অংশ হিসাবে, রাষ্ট্রীয় যোগাসনা স্পোর্ট ফেডারেশন ১ থেকে ৭ ফেব্রুয়ারি সূর্য নমস্কারের আয়োজন করেছিল। প্রায় ৩০ লক্ষ ছাত্র এবং ৩০,০০০ সংগঠন এই অনুষ্ঠানে অশগ্রহণ করেছিল।
advertisement
advertisement
আবেদনকারীর অভিযোগ, রাজ্য সরকার ৭৫ কোটি সূর্য প্রণামের (Azaadi Ka Amrit Mahotsava celebrations) লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু সূর্য নমস্কার সূর্যের উপাসনা যা ইসলাম ধর্ম অনুমোদিত নয় (Surya Namaskar is an act of worship to the sun which is not allowed as per the tents of Islam)৷
advertisement
আরও পড়ুন: টিকাকরণ নিয়ে কেন্দ্রের প্রশংসনীয় উদ্যোগ, তবে বিশেষজ্ঞরা বলছেন বুস্টার ডোজ কিনতে হতে পারে নিজেদের
উচ্চ আদালতের আগের আদেশের উল্লেখ করে, পিটিশনে দাবি করা হয়েছে যে সূর্য প্রণামে অংশগ্রহণ ঐচ্ছিক (optional) হওয়া উচিত, বাধ্যতামূলক ( Binding) নয়। কিন্তু এই সরকারি বিজ্ঞপ্তিতে যা বলা হয়েে তা আখেরে ব্যক্তিগত স্বাধীনতা (Personal liberty), ধর্মীয় স্বাধীনতা (Freedom of religion) লঙ্ঘন করছে৷ পিটিশনে বলা হয়েছে, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ৷ ইচ্ছার বিরুদ্ধে কাউকে কোনও জিনিস চাপিয়ে দেওয়ার অনুমতি দেওয়া উচিত নয়।
advertisement
ডিভিশন বেঞ্চ আবেদনকারীকে প্রশ্ন করেন, বিজ্ঞপ্তির কোন অংশে অংশগ্রহণকে বাধ্যতামূলক বলা হয়েছে? এর উত্তর দেওয়ার সময় চেয়েছেন আবেদনকারী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2022 3:26 PM IST