Narendra Modi: কত আসনে জিতবে বিজেপি, এনডিএ? লোকসভা ভোটের ভবিষ্যদ্বাণী করে দিলেন মোদি

Last Updated:

এ দিন কোনও রাখঢাক না করেই প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তৃতীয় বার তাঁর নেতৃত্বে সরকার গঠন হওয়া এখন সময়ের অপেক্ষা৷

সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ছবি- এএনআই
সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ছবি- এএনআই
নয়াদিল্লি: আগামী লোকসভা নির্বাচনে বিজেপি কত আসনে জিতে তাঁর সরকার ক্ষমতায় ফিরবে, সংসদে দাঁড়িয়ে তাঁর ভবিষ্যদ্বাণী করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিন লোকসভার বাজেট অধিবেশনের জবাবি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, বিজেপি একাই ৩৭০টি আসন পেয়ে ক্ষমতায় ফিরতে চলেছে৷ এনডিএ জোট চারশোর বেশি আসন দখল করবে বলেও দাবি করেছেন নরেন্দ্র মোদি৷
এ দিন কোনও রাখঢাক না করেই প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তৃতীয় বার তাঁর নেতৃত্বে সরকার গঠন হওয়া এখন সময়ের অপেক্ষা৷ এবারের নির্বাচনে কংগ্রেসের হাল আরও করুণ হবে বলেও দাবি করেছেন মোদি৷ তাঁর কটাক্ষ, ভোটের ফলে দেখা যাবে সংসদের দর্শক গ্যালারিতে ঠাঁই হয়েছে কংগ্রেসের৷
advertisement
advertisement
ভোটের ফল নিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের সরকারের তৃতীয় মেয়াদ শুরু হতে আর বেশি দিন বাকি নেই৷ খুব বেশি হলে ১০০ থেকে ১২৫ দিন লাগবে৷ আমি সাধারণত সংখ্যা নিয়ে কিছু বলি না৷ কিন্তু দেশের মেজাজ দেখে মনে হচ্ছে তাতে এনডিএ ৪০০ আসন পেরিয়ে যাবেই৷ আর বিজেপি অন্তত ৩৭০ আসনে জয়ী হবে৷’ মোদি দাবি করেন, তাঁর আমলে তৃতীয় বার সরকার গঠন হলে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হবে৷ প্রধানমন্ত্রীর আশ্বাস, তাঁর নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের আমলেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে৷
advertisement
নির্বাচনে জিতে ক্ষমতায় ফেরা নিয়ে কোনও সংশয় প্রকাশ না করলেও এ দিন আগাগোড়া প্রধানমন্ত্রীর নিশানায় ছিল কংগ্রেস৷ ইন্ডিয়া জোটের মধ্যে ফাটল নিয়েও কংগ্রেসকে দায়ী করেছেন নরেন্দ্র মোদি৷ পরিবারতন্ত্র নিয়েও সরব হয়েছেন তিনি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: কত আসনে জিতবে বিজেপি, এনডিএ? লোকসভা ভোটের ভবিষ্যদ্বাণী করে দিলেন মোদি
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement