Narendra Modi: কত আসনে জিতবে বিজেপি, এনডিএ? লোকসভা ভোটের ভবিষ্যদ্বাণী করে দিলেন মোদি

Last Updated:

এ দিন কোনও রাখঢাক না করেই প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তৃতীয় বার তাঁর নেতৃত্বে সরকার গঠন হওয়া এখন সময়ের অপেক্ষা৷

সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ছবি- এএনআই
সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ছবি- এএনআই
নয়াদিল্লি: আগামী লোকসভা নির্বাচনে বিজেপি কত আসনে জিতে তাঁর সরকার ক্ষমতায় ফিরবে, সংসদে দাঁড়িয়ে তাঁর ভবিষ্যদ্বাণী করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিন লোকসভার বাজেট অধিবেশনের জবাবি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, বিজেপি একাই ৩৭০টি আসন পেয়ে ক্ষমতায় ফিরতে চলেছে৷ এনডিএ জোট চারশোর বেশি আসন দখল করবে বলেও দাবি করেছেন নরেন্দ্র মোদি৷
এ দিন কোনও রাখঢাক না করেই প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তৃতীয় বার তাঁর নেতৃত্বে সরকার গঠন হওয়া এখন সময়ের অপেক্ষা৷ এবারের নির্বাচনে কংগ্রেসের হাল আরও করুণ হবে বলেও দাবি করেছেন মোদি৷ তাঁর কটাক্ষ, ভোটের ফলে দেখা যাবে সংসদের দর্শক গ্যালারিতে ঠাঁই হয়েছে কংগ্রেসের৷
advertisement
advertisement
ভোটের ফল নিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের সরকারের তৃতীয় মেয়াদ শুরু হতে আর বেশি দিন বাকি নেই৷ খুব বেশি হলে ১০০ থেকে ১২৫ দিন লাগবে৷ আমি সাধারণত সংখ্যা নিয়ে কিছু বলি না৷ কিন্তু দেশের মেজাজ দেখে মনে হচ্ছে তাতে এনডিএ ৪০০ আসন পেরিয়ে যাবেই৷ আর বিজেপি অন্তত ৩৭০ আসনে জয়ী হবে৷’ মোদি দাবি করেন, তাঁর আমলে তৃতীয় বার সরকার গঠন হলে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হবে৷ প্রধানমন্ত্রীর আশ্বাস, তাঁর নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের আমলেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে৷
advertisement
নির্বাচনে জিতে ক্ষমতায় ফেরা নিয়ে কোনও সংশয় প্রকাশ না করলেও এ দিন আগাগোড়া প্রধানমন্ত্রীর নিশানায় ছিল কংগ্রেস৷ ইন্ডিয়া জোটের মধ্যে ফাটল নিয়েও কংগ্রেসকে দায়ী করেছেন নরেন্দ্র মোদি৷ পরিবারতন্ত্র নিয়েও সরব হয়েছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: কত আসনে জিতবে বিজেপি, এনডিএ? লোকসভা ভোটের ভবিষ্যদ্বাণী করে দিলেন মোদি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement