Nehru Museum Renamed: নেহরু মিউজিয়ামের নাম বদলে দিল কেন্দ্র! তুমুল বিতর্ক, বাকযুদ্ধে খাড়্গে-নাড্ডা

Last Updated:

খাড়্গের এই ট্যুইটের উত্তর দিতে দেরি করেননি নাড্ডাও৷ তিনি পাল্টা ট্যুইটে লেখেন, ‘রাজনৈতিক বদহজমের আদর্শ উদাহরণ- দেশ গড়ার কাজে যে একটি পরিবার ছাড়াও অন্য নেতার ভূমিকা রয়েছে, এই সাধারণ বিষয়টা স্বীকার করতে না পারা৷’

নয়াদিল্লি: একের পর এক বদল৷ এবার নয়াদিল্লির নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটির নাম বদলে দেওয়া হল৷ নাম বদলে করা হল প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি৷ যা নিয়ে নতুন করে তরজা শুরু হয়েছে দেশের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেসের মধ্যে৷ এবার যুযুধান দুই শিবিরের দুই প্রধান সাংগঠনিক নেতা৷ জগৎ প্রকাশ নাড্ডা এবং মল্লিকার্জুন খাড়্গে৷
বছর খানেক আগেই এই তিন মূর্তি ভবনে উদ্বোধন করা হয়েছিল প্রধানমন্ত্রী সংগ্রালয়ের৷ যে ভবন একসময় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রথম সরকারি ভবন ছিল৷ এবার সেই ভবনে থাকা মিউজিয়ামের নামও বদলে দেওয়া হল৷
আরও পড়ুন: পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে জল গড়াচ্ছে সুপ্রিম কোর্টে! মামলা করছে কমিশন
এই খবর প্রকাশ্যে আসার পরেই রীতিমতো খড়্গহস্ত হয়ে ওঠেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে৷ ট্যুইটে লেখেন, ‘যাঁদের নিজস্ব কোনও ইতিহাস নেই, তাঁরা অন্যের ইতিহাস মুছে ফেলতে শুরু করেছে৷’
advertisement
advertisement
advertisement
খাড়্গের এই ট্যুইটের উত্তর দিতে দেরি করেননি নাড্ডাও৷ তিনি পাল্টা ট্যুইটে লেখেন, ‘রাজনৈতিক বদহজমের আদর্শ উদাহরণ- দেশ গড়ার কাজে যে একটি পরিবার ছাড়াও অন্য নেতার ভূমিকা রয়েছে, এই সাধারণ বিষয়টা স্বীকার করতে না পারা৷’
advertisement
আরও পড়ুন: একপাশে মমতা, অন্য দিকে তাঁরই মায়ের কোলে ছোট্ট অভিষেক…দেখুন মুখ্যমন্ত্রীর ফ্যামিলি অ্যালবামের সেই ছবি
এর আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা মণীশ তিওয়ারিও অভিযোগ তুলেছিলেন, জওহরলাল নেহরুর অবদান মুছে ফেলার চেষ্টা চলছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Nehru Museum Renamed: নেহরু মিউজিয়ামের নাম বদলে দিল কেন্দ্র! তুমুল বিতর্ক, বাকযুদ্ধে খাড়্গে-নাড্ডা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement