WB Panchayat Election 2023: পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে জল গড়াচ্ছে সুপ্রিম কোর্টে! মামলা করছে কমিশন ও রাজ্য
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
গত বৃহস্পতিবারের রায়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোথায়, কত কেন্দ্রীয় বাহিনী থাকবে, তা নিয়ে আলোচনা করে নির্দিষ্ট করবে কমিশন৷ আর সেই সিদ্ধান্ত নিয়েই ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে৷ সেই কারণে ৪৮ ঘণ্টার মধ্যেই মামলা করা হবে বলে সূত্রের খবর৷
কলকাতা: রাজ্যে পঞ্চায়েত ভোট পরিচালনা করতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী৷ গত বৃহস্পতিবারই রাজ্যের নির্বাচন কমিশনকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ তার প্রায় ২৪ ঘণ্টা পরে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানালেন, এখনও বিষয়টা নিয়ে কোনও ভাবনাচিন্তা করা হয়নি৷ কোনও সিদ্ধান্ত নিলে, তা জানিয়ে দেওয়া হবে৷ অন্যদিকে, সূত্রের খবর, পঞ্চায়েত মামলায় হাইকোর্টের এই রায় নিয়ে ইতিমধ্যেই উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন৷ রাজ্যের তরফেও করা হচ্ছে পৃথক মামলা৷
এদিন নিজের দফতর থেকে বেরনোর সময় রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এখনও ভাবিনি৷ কোনও ডিসিশন নিলে আমরা বলে দেব৷’’
আরও পড়ুন: ‘দেখান, এত শান্তিপূর্ণ মনোনয়ন!’, বাম আমলের পরিসংখ্যান তুলে বিরোধীদের তোপ, কী বললেন মুখ্যমন্ত্রী?
এদিকে সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন৷ সেক্ষেত্রে, রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের তরফে আলাদা আলাদা করে মামলা করা হবে বলে জানা গিয়েছে৷
advertisement
advertisement
সূত্রের খবর, আগামিকাল, শনিবার সুপ্রিম কোর্টে আলাদা আলাদা করে মামলা দায়ের করা হবে রাজ্য এবং নির্বাচন কমিশনের তরফে৷ মামলায় কমিশনের মূল বক্তব্য হবে, ‘‘স্পর্শকাতর বুথের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। মূল্যায়ন চলছে। রাজ্য পুলিশ ইতিমধ্যেই নেমে পড়েছে।’’
এদিকে হাইকোর্টের রায়ের বিরোধিতায় মামলা হতে পারে ধরে নিয়ে আগে ভাগেই ক্যাভিয়েট ফাইল করেছে বিরোধী দল বিজেপি ও কংগ্রেস।
advertisement
আরও পড়ুন: একপাশে মমতা, অন্য দিকে তাঁরই মায়ের কোলে ছোট্ট অভিষেক…দেখুন মুখ্যমন্ত্রীর ফ্যামিলি অ্যালবামের সেই ছবি
গত বৃহস্পতিবারের রায়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোথায়, কত কেন্দ্রীয় বাহিনী থাকবে, তা নিয়ে আলোচনা করে নির্দিষ্ট করবে কমিশন৷ আর সেই সিদ্ধান্ত নিয়েই ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে৷ সেই কারণে ৪৮ ঘণ্টার মধ্যেই মামলা করা হবে বলে সূত্রের খবর৷
advertisement
ঈরণ রায় বর্মণ, অরূপ দত্ত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
West Bengal
First Published :
June 16, 2023 8:57 PM IST