Abhishek Banerjee: একপাশে মমতা, অন্য দিকে তাঁরই মায়ের কোলে ছোট্ট অভিষেক...দেখুন মুখ্যমন্ত্রীর ফ্যামিলি অ্যালবামের সেই ছবি

Last Updated:
গত বৃহস্পতিবারই ডায়মন্ড হারবারে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ আজ কাকদ্বীপের সভায় একইসঙ্গে উপস্থিত ছিলেন মমতা-অভিষেক৷
1/10
কাকদ্বীপ: একদিকে বসে রয়েছেন মমতা৷ মাথায় জড়ানো সাদা ব্যান্ডেজ৷ উল্টোদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়র মায়ের কোলে বসে রয়েছে একটা ছোট্ট ছেলে৷ তার বয়স তখন মাত্র দুই৷ সেই ছোট ছেলেটি কে জানেন?
কাকদ্বীপ: একদিকে বসে রয়েছেন মমতা৷ মাথায় জড়ানো সাদা ব্যান্ডেজ৷ উল্টোদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়র মায়ের কোলে বসে রয়েছে একটা ছোট্ট ছেলে৷ তার বয়স তখন মাত্র দুই৷ সেই ছোট ছেলেটি কে জানেন?
advertisement
2/10
দু’বছরের সেই ছোট্ট ছেলেটি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বহু বছরের পুরনো পারিবারিক অ্যালবামের সেই ছবি এদিন বাঁধিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
দু’বছরের সেই ছোট্ট ছেলেটি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বহু বছরের পুরনো পারিবারিক অ্যালবামের সেই ছবি এদিন বাঁধিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
3/10
কাকদ্বীপের মঞ্চ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অনেকে বলে, ওই তো দিদি এসে ভাইপোকে এমপি করে দিয়েছে৷ ওই তো পরিবারতন্ত্র৷ ও রাজনীতি করে দু’বছর বয়স থেকে৷’’
কাকদ্বীপের মঞ্চ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অনেকে বলে, ওই তো দিদি এসে ভাইপোকে এমপি করে দিয়েছে৷ ওই তো পরিবারতন্ত্র৷ ও রাজনীতি করে দু’বছর বয়স থেকে৷’’
advertisement
4/10
মমতা আরও বলেন, ‘‘১৯৯০ সালে সিপিএম যখন আমায় মেরে চৌচিড় করে দিয়েছিল, সেই সময় আমি যখন হাসপাতাল থেকে বাড়ি এসেছি, অভিষেকের তখন ২ বছর বয়স, ও মা-র কোলে বসে সব ঘটনা শুনছে এবং তার পরের দিন থেকেই ও কী করত জানেন? একটা ঝান্ডা নিয়ে বলত, ‘দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও’৷ প্রতিদিন মিছিল করত৷ ওই একটা ঝান্ডা নিয়ে ওইটুকু একটা ছেলে৷’’
মমতা আরও বলেন, ‘‘১৯৯০ সালে সিপিএম যখন আমায় মেরে চৌচিড় করে দিয়েছিল, সেই সময় আমি যখন হাসপাতাল থেকে বাড়ি এসেছি, অভিষেকের তখন ২ বছর বয়স, ও মা-র কোলে বসে সব ঘটনা শুনছে এবং তার পরের দিন থেকেই ও কী করত জানেন? একটা ঝান্ডা নিয়ে বলত, ‘দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও’৷ প্রতিদিন মিছিল করত৷ ওই একটা ঝান্ডা নিয়ে ওইটুকু একটা ছেলে৷’’
advertisement
5/10
এদিন পুরনো ফ্যামিলি অ্যালবামের একটি ছবি বাঁধিয়ে অভিষেককে উপহার দিয়ে মমতা বলেন, ‘‘আমি এই ছবিটা ওকে প্রেজেন্ট করতে চাই৷ যেটা আগামিদিনে ওর সংরক্ষণের তালিকায় থাকবে৷’’
এদিন পুরনো ফ্যামিলি অ্যালবামের একটি ছবি বাঁধিয়ে অভিষেককে উপহার দিয়ে মমতা বলেন, ‘‘আমি এই ছবিটা ওকে প্রেজেন্ট করতে চাই৷ যেটা আগামিদিনে ওর সংরক্ষণের তালিকায় থাকবে৷’’
advertisement
6/10
মমতা বলেন, ‘‘একদিকে আমার মায়ের ছবি আছে৷ আর একদিকে আমার ছবি আছে৷ আর একদিকে ওর ছবি আছে৷ তাহলে আপনারা বুঝতে পারবেন, ও আজকে রাজনীতি করছে না, দু বছর বয়স থেকে করে৷’’
মমতা বলেন, ‘‘একদিকে আমার মায়ের ছবি আছে৷ আর একদিকে আমার ছবি আছে৷ আর একদিকে ওর ছবি আছে৷ তাহলে আপনারা বুঝতে পারবেন, ও আজকে রাজনীতি করছে না, দু বছর বয়স থেকে করে৷’’
advertisement
7/10
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এ হেন উপহার পেয়ে আপ্লুত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ এটিন তৃণমূলনেত্রীর হাত থেকে উপহার প্রদানের মুহূর্তের কয়েকটি ছবি ট্যুইট করেন অভিষেক৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এ হেন উপহার পেয়ে আপ্লুত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ এটিন তৃণমূলনেত্রীর হাত থেকে উপহার প্রদানের মুহূর্তের কয়েকটি ছবি ট্যুইট করেন অভিষেক৷
advertisement
8/10
ট্যুইটে অভিষেক লেকেন, ‘‘এর চেয়ে সুন্দর ভাবে বোধহয় জনসংযোগ যাত্রার শেষ করা সম্ভব ছিল না৷ এই মুহূর্তটা আমার সঙ্গে আজীবন থেকে যাবে৷ থ্যাঙ্ক ইউ দিদি৷’’ সঙ্গে ছিল একটি প্রণাম করার ইমোজি৷
ট্যুইটে অভিষেক লেকেন, ‘‘এর চেয়ে সুন্দর ভাবে বোধহয় জনসংযোগ যাত্রার শেষ করা সম্ভব ছিল না৷ এই মুহূর্তটা আমার সঙ্গে আজীবন থেকে যাবে৷ থ্যাঙ্ক ইউ দিদি৷’’ সঙ্গে ছিল একটি প্রণাম করার ইমোজি৷
advertisement
9/10
২৫ এপ্রিল কোচবিহারে শুরু হওয়া নবজোয়ার যাত্রা আজ ১৬ জুন শেষ হল কাকদ্বীপে৷
২৫ এপ্রিল কোচবিহারে শুরু হওয়া নবজোয়ার যাত্রা আজ ১৬ জুন শেষ হল কাকদ্বীপে৷
advertisement
10/10
গত বৃহস্পতিবারই ডায়মন্ড হারবারে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ আজ কাকদ্বীপের সভায় একইসঙ্গে উপস্থিত ছিলেন মমতা-অভিষেক৷
গত বৃহস্পতিবারই ডায়মন্ড হারবারে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ আজ কাকদ্বীপের সভায় একইসঙ্গে উপস্থিত ছিলেন মমতা-অভিষেক৷
advertisement
advertisement
advertisement