PM Poshan Scheme: ‘প্রধানমন্ত্রী পুষ্টি’ প্রকল্পের আওতায় মিড ডে মিল, সুবিধা পাবে ১১ কোটিরও বেশি শিশু

Last Updated:

বর্তমানে মিড ডে মিল সংক্রান্ত যে প্রকল্প চালু আছে, তার সঙ্গেই যুক্ত হবে প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প (PM Poshan Scheme)।

(Image by Shutterstock/ Representational)
(Image by Shutterstock/ Representational)
নয়াদিল্লি: স্কুলে মিড ডে মিলের জন্য জাতীয় প্রকল্প, যা আগে মিড ডে মিল স্কিম নামে পরিচিত ছিল, তা এখন নাম বদলে হয়েছে প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প (PM Poshan Scheme) ৷ এই প্রকল্পে প্রি প্রাইমারি ক্লাসের জন্যেও এবার থেকে গরম গরম খাবার পরিবেশন করা হবে ৷ এই সুবিধা আগে শুধুমাত্র ক্লাস ওয়ান থেকে অষ্টম শ্রেণি পর্যন্তই সীমাবদ্ধ ছিল ৷ এর থেকে দেশের ১১.২০ লক্ষ স্কুলের ১১.৮০ কোটি ছেলেমেয়েরা সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে ৷
এই প্রকল্পে আরও বেশ কয়েকটি নতুন বিষয় অন্তর্ভূক্ত হয়েছে ৷ যেমন স্থানীয় মহিলাদের অন্তর্ভূক্তি, বাগান তৈরিতে উৎসাহ দেওয়া, রান্নার প্রতিযোগীতা ইত্যাদি অনেক কিছুই নতুন করে যুক্ত হচ্ছে এই স্কিমে ৷ পাশাপাশি অ্যানিমিক শিশুদের জন্য পুষ্টিসম্পন্ন খাবার পাওয়ার বিষয়টা নিশ্চিত করার মতো আরও অনেক কিছুই করা হচ্ছে বলে জানা গিয়েছে (Focusing on Ensuring micro-nutrients for school children especially anaemic kids) ৷
advertisement
advertisement
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Union Education Minister Dharmendra Pradhan) জানান, ‘‘ কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে (PM Poshan) ৯৯,০৬১,৭৩ কোটি টাকা খরচ করবে আগামী পাঁচ বছরে ৷ এতে অন্তর্ভূক্ত হয়েছে তিথি ভোজন, সোশ্যাল অডিট, সোশ্যাল নিউট্রিশন গার্ডেনসের মতো আরও অনেক কিছু ৷ যা এই প্রকল্পকে সফল করতে সাহায্য করবে ৷ ’’
advertisement
বর্তমানে মিড ডে মিল সংক্রান্ত যে প্রকল্প চালু আছে, তার সঙ্গেই যুক্ত হবে প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প (PM Poshan Scheme)। রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প চালানো হবে। তবে প্রকল্পের বেশিরভাগ আর্থিক খরচ বহন করবে কেন্দ্র। প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্পটি ৫ বছরের জন্য চালু করা হবে এবং এর জন্য কেন্দ্রীয় সরকার খরচও নির্দিষ্ট করে দিয়েছে। এই প্রকল্পটি বর্তমান মিড-ডে মিল প্রকল্পের সঙ্গে যুক্ত হবে। কেন্দ্র ও রাজ্যগুলির সহায়তায় এই প্রকল্পটি চলবে, যদিও প্রকল্পের বেশিরভাগ খরচ বহন করবে কেন্দ্র।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Poshan Scheme: ‘প্রধানমন্ত্রী পুষ্টি’ প্রকল্পের আওতায় মিড ডে মিল, সুবিধা পাবে ১১ কোটিরও বেশি শিশু
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement