Petrol-Diesel Price: মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা! আরও দাম বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন কবে কত টাকা বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-Diesel Price)
#নয়াদিল্লি: আগামী দিনে আরও বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) দাম ৷ বর্তমানে এমনিতেই দেশের একাধিক শহরে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম ৷ জ্বালানির আকাশছোঁয়া দামের জেরে বাজারের অন্যান্য জিনিসের দামও বেড়ে চলেছে ৷ একদিকে মহামারি অন্যদিকে মূল্যবৃদ্ধি ৷ দুই মিলিয়ে বেশ নাজেহাল অবস্থা সাধারনের ৷ তার উপর আরও দাম বাড়ার খবরে বেশ চিন্তায় মধ্যবিত্ত ৷ আন্তর্জাতিক বাজারে গত তিন বছরের নিরিখে এই প্রথম অপরিশোধিত তেলের দাম ৮০ ডলার প্রতি ব্যারেলের কাছে পৌঁছে গিয়েছে ৷ মঙ্গলবার পেট্রোলের দাম ২০ পয়সা এবং ডিজেলের দাম ২৫ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে ৷
সরকারি তেল সংস্থার তরফে জানানো হয়েছে, বুধবার দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০১.৩৯ টাকা এবং মুম্বইয়ে ১০৭.৪৭ টাকা ৷ ডিজেলের দাম লিটার প্রতি দিল্লিতে ৮৯.৫৭ টাকা, মুম্বইয়ে ৯৭.২১ টাকা ৷
advertisement
পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) উপর রাজ্যগুলি কর নিয়ে থাকে ৷ এর জেরে আলাদা আলাদা রাজ্যে তেলের দাম আলাদা আলাদা হয় ৷ আন্তর্জাতিক বাজারে লাগাতার ৫দিন দাম বেড়েছে তেলের ৷ ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ৮০ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷
advertisement
সরকারি তেল সংস্থাগুলি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন ২৪ সেপ্টেম্বর থেকে ফের তেলের দাম বৃদ্ধি করতে শুরু করে দিয়েছে ৷ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রায় ২২ দিন পর পেট্রোলের দাম বৃদ্ধি করা হয়েছিল ৷
দেখে নিন কবে কত টাকা বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-Diesel Price)
২৪ সেপ্টেম্বর থেকে ৪ বার দাম বাড়নো হয়েছে ডিজেলের ৷ ২৪ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ডিজেলের প্রতি লিটারে ৯৫ পয়সা বৃদ্ধি করা হয়েছে ৷ অথচ ১৮ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ডিজেলের দাম মোট ১.২৫ টাকা প্রতি লিটারে কমানো হয়েছিল ৷ এর আগে ডিজেলের দাম শেষবার ১৫ জুলাই এবং পেট্রোলের দাম ১৭ জুলাই বৃদ্ধি করা হয়েছিল ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2021 4:07 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol-Diesel Price: মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা! আরও দাম বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের...