#নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট (Punjab National Bank) খুলে থাকলে আপনিও পেয়ে যাবেন ২৩ লক্ষ টাকার সুবিধা ৷ চাকুরিজীবীরা দেরি না করে শীঘ্রই পিএনবি-তে এই অ্যাকাউন্ট খুলে ফেলুন ৷ অ্যাকাউন্টের নাম পিএনবি মাই স্যালারি অ্যাকাউন্ট (PNB MySalary Account)৷ ব্যাঙ্কের তরফে এই অ্যাকাউন্ট হোল্ডারদের একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷
পিএনবি-র তরফে এই সুবিধা দেওয়া হবে পিএনবি-র তরফে জানানো হয়েছে,‘আপনার স্যালারি আরও ভালভাবে ম্যানেজ করতে চাইছেন ? তাহলে খুলে ফেলুন PNB MySalary Account ৷ দুর্ঘটনা বিমার পাশাপাশি মিলবে ওভারড্রাফ্ট সুবিধা ৷
কীভাবে মিলবে ২০ লক্ষ টাকার সুবিধা ? পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক স্যালারি অ্যাকাউন্ট (PNB MySalary Account) হোল্ডারদের ইনস্যুরেন্স কভারের পাশাপাশি একাধিক সুবিধা দিয়ে থাকে ৷ জিরো ব্যালেন্স ও জিরো কোয়ালিটি অ্যাভারেজ ব্যালেন্সের সুবিধা-সহ পিএনবি-তে এই স্যালারি অ্যাকাউন্ট(PNB MySalary Account) খুললে গ্রাহকরা পেয়ে যাবেন ২০ লক্ষ টাকার পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভারেজ ৷
এই অ্যাকাউন্টের ৪টি ক্যাটাগরি রয়েছে ১) ১০ থেকে ২৫ হাজার টাকা প্রতি মাসে স্যালারি হলে সিলভার ক্যাটাগরি ২) ২৫০০১ থেকে ৭৫০০০ টাকা প্রতি মাসে স্যালারি হলে গোল্ড ক্যাটাগরি ৩) ৭৫০০১ থেকে ১৫০০০০ টাকা প্রতি মাসে স্যালারি হলে প্রিমিয়াম ক্যাটাগরি ৪) ১৫০০০১ টাকার বেশি বেতন হলে প্ল্যাটিনাম ক্যাটাগরি
mySalary Account x PNB = Benefits!! Increase your benefits manyfold with our mySalary Account. For details, visit: https://t.co/hCBgl8nh6c#mySalaryAccount pic.twitter.com/TkhBh0d4im
— Punjab National Bank (@pnbindia) September 28, 2021
কীভাবে মিলবে ৩ লক্ষ টাকার সুবিধা ?
ব্যাঙ্কের তরফে গ্রাহকদের ওভারড্রাফ্ট সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ সিলভার ক্যাটাগরিতে ৫০ হাজার টাকার ওভারড্রাফ্ট সুবিধা দেওয়া হয় ৷ এছাড়া গোল্ডের ক্ষেত্রে ১৫০০০০ টাকা, প্রিমিয়ামে ২২৫০০০ ও প্ল্যাটিনামে ৩০০০০০ টাকার ওভারড্রাফ্টের সুবিধা দেওয়া হয় ৷ আরও বিস্তারিত জানতে এই লিঙ্কে https://www.pnbindia.in/salary-saving-products.html ক্লিক করুণ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Punjab National Bank