IndiGo: ইন্ডিগোর ডোমেস্টিক নেটওয়ার্ক আরও শক্তিশালী, এবার এই শহরেও বিমান পরিষেবা চালু করল সংস্থা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
IndiGo strengthens regional network with Kanpur as its 71st domestic destination: করোনাকালেও একের পর এক নতুন ডেস্টিনেশনে উড়ানের জন্য প্রস্তুত ইন্ডিগো ৷ এবার সংস্থার নেটওয়ার্কে জুড়ল কানপুর ৷
কলকাতা: অতিমারিতেও পিছিয়ে নেই ইন্ডিগো (IndiGo) ৷ দেশের মধ্যে নিজেদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করেই চলেছে বিমানসংস্থা ৷ করোনাকালেও একের পর এক নতুন ডেস্টিনেশনে উড়ানের জন্য প্রস্তুত ইন্ডিগো ৷ এবার সংস্থার নেটওয়ার্কে জুড়ল কানপুর (Kanpur will be IndiGo’s 10th new regional destination in 2021) ৷
উত্তরপ্রদেশের এই শহরে এবার দিল্লি, হায়দরাবাদ, মুম্বই এবং বেঙ্গালুরুর বিমান পরিষেবা দেবে ইন্ডিগো ৷ কানপুর ইন্ডিগোর ডোমেস্টিক নেটওয়ার্কে ৭১তম ডেস্টিনেশন ৷ পাশাপাশি চলতি বছরেই এই নিয়ে নতুন ১০টি ডোমেস্টিক রুটে বিমান পরিষেবা শুরু করল ইন্ডিগো ৷
advertisement
advertisement

দিল্লি থেকে কানপুর পর্যন্ত সপ্তাহে প্রতিদিন উড়ান পরিষেবা দিলেও হায়দরাবাদ-কানপুর (Hyderabad-Kanpur), কানপুর-হায়দরাবাদ (Kanpur-Hyderabad), বেঙ্গালুরু-কানপুর (Bengaluru-Kanpur), কানপুর-বেঙ্গালুরু (Kanpur-Bengaluru), কানপুর-মুম্বই (Kanpur-Mumbai) এবং মুম্বই-কানপুরে (Mumbai-Kanpur) রবিবার বাদে সপ্তাহে প্রতিদিনই বিমান পরিষেবা চালু করল ইন্ডিগো ৷ এর ফলে উত্তর প্রদেশে (Uttar Pradesh) নিজেদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করল ইন্ডিগো ৷ আর কানপুরের যাত্রীদের জন্যও সুখবর ৷ এবার থেকে দিল্লির পাশাপাশি হায়দরাবাদ, মুম্বই এবং বেঙ্গালুরুর মতো দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতেও সরাসরি বিমানযাত্রার সুবিধা পাবেন তারা ৷
advertisement
কানপুর হল উত্তর প্রদেশের সপ্তম শহর, যা এবার যোগ হল ইন্ডিগোর বিমান পরিষেবার নেটওয়ার্কে ৷ এর আগে লখনউ, গোরক্ষপুর, আগরা, বারাণসী, এলাহাবাদ এবং বরেলিতে উড়ান পরিষেবা চালু করেছিল ইন্ডিগো (IndiGo Flights to Lucknow, Varanasi, Allahabad, Gorakhpur, Agra, and Bareilly) ৷ এবার যোগ হল কানপুর (Kanpur) ৷ ৩১ অক্টোবর, ২০২১ থেকে চালু হবে কানপুরের বিমান পরিষেবা ৷ তার জন্য বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ উল্লেখ্য, কানপুরে এর আগে স্পাইসজেট বিমান পরিষেবা দেশের বেশ কয়েকটি শহর থেকে চালু করলেও এবার ইন্ডিগোও সেই তালিকায় যোগ হওয়ায় যাত্রীদের জন্য অবশ্যই তা ভালো খবর ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2021 5:36 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
IndiGo: ইন্ডিগোর ডোমেস্টিক নেটওয়ার্ক আরও শক্তিশালী, এবার এই শহরেও বিমান পরিষেবা চালু করল সংস্থা

