IndiGo: ইন্ডিগোর ডোমেস্টিক নেটওয়ার্ক আরও শক্তিশালী, এবার এই শহরেও বিমান পরিষেবা চালু করল সংস্থা

Last Updated:

IndiGo strengthens regional network with Kanpur as its 71st domestic destination: করোনাকালেও একের পর এক নতুন ডেস্টিনেশনে উড়ানের জন্য প্রস্তুত ইন্ডিগো ৷ এবার সংস্থার নেটওয়ার্কে জুড়ল কানপুর ৷

File Photo
File Photo
কলকাতা: অতিমারিতেও পিছিয়ে নেই ইন্ডিগো (IndiGo) ৷ দেশের মধ্যে নিজেদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করেই চলেছে বিমানসংস্থা ৷ করোনাকালেও একের পর এক নতুন ডেস্টিনেশনে উড়ানের জন্য প্রস্তুত ইন্ডিগো ৷ এবার সংস্থার নেটওয়ার্কে জুড়ল কানপুর (Kanpur will be IndiGo’s 10th new regional destination in 2021) ৷
উত্তরপ্রদেশের এই শহরে এবার দিল্লি, হায়দরাবাদ, মুম্বই এবং বেঙ্গালুরুর বিমান পরিষেবা দেবে ইন্ডিগো ৷ কানপুর ইন্ডিগোর ডোমেস্টিক নেটওয়ার্কে ৭১তম ডেস্টিনেশন ৷ পাশাপাশি চলতি বছরেই এই নিয়ে নতুন ১০টি ডোমেস্টিক রুটে বিমান পরিষেবা শুরু করল ইন্ডিগো ৷
advertisement
advertisement
দিল্লি থেকে কানপুর পর্যন্ত সপ্তাহে প্রতিদিন উড়ান পরিষেবা দিলেও হায়দরাবাদ-কানপুর (Hyderabad-Kanpur), কানপুর-হায়দরাবাদ (Kanpur-Hyderabad), বেঙ্গালুরু-কানপুর (Bengaluru-Kanpur), কানপুর-বেঙ্গালুরু (Kanpur-Bengaluru), কানপুর-মুম্বই (Kanpur-Mumbai) এবং মুম্বই-কানপুরে (Mumbai-Kanpur) রবিবার বাদে সপ্তাহে প্রতিদিনই বিমান পরিষেবা চালু করল ইন্ডিগো ৷ এর ফলে উত্তর প্রদেশে (Uttar Pradesh) নিজেদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করল ইন্ডিগো ৷ আর কানপুরের যাত্রীদের জন্যও সুখবর ৷ এবার থেকে দিল্লির পাশাপাশি হায়দরাবাদ, মুম্বই এবং বেঙ্গালুরুর মতো দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতেও সরাসরি বিমানযাত্রার সুবিধা পাবেন তারা ৷
advertisement
কানপুর হল উত্তর প্রদেশের সপ্তম শহর, যা এবার যোগ হল ইন্ডিগোর বিমান পরিষেবার নেটওয়ার্কে ৷ এর আগে লখনউ, গোরক্ষপুর, আগরা, বারাণসী, এলাহাবাদ এবং বরেলিতে উড়ান পরিষেবা চালু করেছিল ইন্ডিগো (IndiGo Flights to Lucknow, Varanasi, Allahabad, Gorakhpur, Agra, and Bareilly) ৷ এবার যোগ হল কানপুর (Kanpur) ৷ ৩১ অক্টোবর, ২০২১ থেকে চালু হবে কানপুরের বিমান পরিষেবা ৷ তার জন্য বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ উল্লেখ্য, কানপুরে এর আগে স্পাইসজেট বিমান পরিষেবা দেশের বেশ কয়েকটি শহর থেকে চালু করলেও এবার ইন্ডিগোও সেই তালিকায় যোগ হওয়ায় যাত্রীদের জন্য অবশ্যই তা ভালো খবর ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
IndiGo: ইন্ডিগোর ডোমেস্টিক নেটওয়ার্ক আরও শক্তিশালী, এবার এই শহরেও বিমান পরিষেবা চালু করল সংস্থা
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement