IndiGo: ইন্ডিগোর ডোমেস্টিক নেটওয়ার্ক আরও শক্তিশালী, এবার এই শহরেও বিমান পরিষেবা চালু করল সংস্থা

Last Updated:

IndiGo strengthens regional network with Kanpur as its 71st domestic destination: করোনাকালেও একের পর এক নতুন ডেস্টিনেশনে উড়ানের জন্য প্রস্তুত ইন্ডিগো ৷ এবার সংস্থার নেটওয়ার্কে জুড়ল কানপুর ৷

File Photo
File Photo
কলকাতা: অতিমারিতেও পিছিয়ে নেই ইন্ডিগো (IndiGo) ৷ দেশের মধ্যে নিজেদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করেই চলেছে বিমানসংস্থা ৷ করোনাকালেও একের পর এক নতুন ডেস্টিনেশনে উড়ানের জন্য প্রস্তুত ইন্ডিগো ৷ এবার সংস্থার নেটওয়ার্কে জুড়ল কানপুর (Kanpur will be IndiGo’s 10th new regional destination in 2021) ৷
উত্তরপ্রদেশের এই শহরে এবার দিল্লি, হায়দরাবাদ, মুম্বই এবং বেঙ্গালুরুর বিমান পরিষেবা দেবে ইন্ডিগো ৷ কানপুর ইন্ডিগোর ডোমেস্টিক নেটওয়ার্কে ৭১তম ডেস্টিনেশন ৷ পাশাপাশি চলতি বছরেই এই নিয়ে নতুন ১০টি ডোমেস্টিক রুটে বিমান পরিষেবা শুরু করল ইন্ডিগো ৷
advertisement
advertisement
দিল্লি থেকে কানপুর পর্যন্ত সপ্তাহে প্রতিদিন উড়ান পরিষেবা দিলেও হায়দরাবাদ-কানপুর (Hyderabad-Kanpur), কানপুর-হায়দরাবাদ (Kanpur-Hyderabad), বেঙ্গালুরু-কানপুর (Bengaluru-Kanpur), কানপুর-বেঙ্গালুরু (Kanpur-Bengaluru), কানপুর-মুম্বই (Kanpur-Mumbai) এবং মুম্বই-কানপুরে (Mumbai-Kanpur) রবিবার বাদে সপ্তাহে প্রতিদিনই বিমান পরিষেবা চালু করল ইন্ডিগো ৷ এর ফলে উত্তর প্রদেশে (Uttar Pradesh) নিজেদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করল ইন্ডিগো ৷ আর কানপুরের যাত্রীদের জন্যও সুখবর ৷ এবার থেকে দিল্লির পাশাপাশি হায়দরাবাদ, মুম্বই এবং বেঙ্গালুরুর মতো দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতেও সরাসরি বিমানযাত্রার সুবিধা পাবেন তারা ৷
advertisement
কানপুর হল উত্তর প্রদেশের সপ্তম শহর, যা এবার যোগ হল ইন্ডিগোর বিমান পরিষেবার নেটওয়ার্কে ৷ এর আগে লখনউ, গোরক্ষপুর, আগরা, বারাণসী, এলাহাবাদ এবং বরেলিতে উড়ান পরিষেবা চালু করেছিল ইন্ডিগো (IndiGo Flights to Lucknow, Varanasi, Allahabad, Gorakhpur, Agra, and Bareilly) ৷ এবার যোগ হল কানপুর (Kanpur) ৷ ৩১ অক্টোবর, ২০২১ থেকে চালু হবে কানপুরের বিমান পরিষেবা ৷ তার জন্য বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ উল্লেখ্য, কানপুরে এর আগে স্পাইসজেট বিমান পরিষেবা দেশের বেশ কয়েকটি শহর থেকে চালু করলেও এবার ইন্ডিগোও সেই তালিকায় যোগ হওয়ায় যাত্রীদের জন্য অবশ্যই তা ভালো খবর ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
IndiGo: ইন্ডিগোর ডোমেস্টিক নেটওয়ার্ক আরও শক্তিশালী, এবার এই শহরেও বিমান পরিষেবা চালু করল সংস্থা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement