মহারাষ্ট্র: দেশের অধিকাংশ জায়গাতেই প্রচণ্ড বৃষ্টিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের ৷ মহারাষ্ট্রে (Maharashtra Bus Accident) টানা বৃষ্টিতে অনেকদিন ধরেই খারাপ অবস্থা বিভিন্ন জেলায় ৷ প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ মঙ্গলবার এই জল জমে থাকার জন্যই দুর্ঘটনা ঘটল নানদেদ-নাগপুর রুটের (Nanded-Nagpur Route) সড়কে ৷
সকলের চোখের সামনেই জলে পড়ে গেল একটি মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস (Maharashtra State Road Transport Corporation) ৷ উমারখেদের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ ওই বাসের মধ্যে পাঁচ জন যাত্রী ছিলেন ৷ দুর্ঘটনায় তাদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ বাকি যাত্রীদের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ এক জন ৷ তিনি জলের তোড়ে ভেসে গিয়েছেন বলেই মনে করা হচ্ছে ৷
এই ভিডিওতেই স্পষ্ট কতটা ভয়ঙ্কর ঘটনা ৷ বাসটিকে ওই পথে যেতে দেখে রাস্তায় দাঁড়িয়ে থাকা অনেকেই সেটিকে থামার জন্য বলেন ৷ কিন্তু সে কথায় কান না দিয়ে সোজা ওই রাস্তা দিয়েই বাস চালিয়ে নিয়ে যান চালক ৷ কিছুক্ষণ পরেই ঘটে এই সাংঘাতিক দুর্ঘটনা ৷ আস্ত একটা বাসকে চোখের সামনে জলে ডুবে যেতে দেখেন পথ চলতি সাধারণ মানুষ ৷
খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ শুরু হয় উদ্ধারকাজ ৷ যদিও সবাইকে বাঁচানো সম্ভব হয়নি ৷ মৃত্যু হয় একজনের ৷ দুর্ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তা ব্যাপকভাবে ভাইরাল ৷ পথ চলতি মানুষ অনেক চেষ্টা করেও বাসটিকে থামাতে পারেননি ৷ সবার চোখের সামনেই সেটি জলের তোড়ে ভেসে যায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maharashtra