Viral Video: কী কাণ্ড ! ব্যস্ত রাস্তায় বিনা ড্রাইভারেই ছুটে চলেছে অটো, প্রাণপণ চেষ্টা করেও আটকাতে ব্যর্থ চালক

Last Updated:

Viral Video of Auto rickshaw running without driver: ভিডিওতে দেখা যায় অটোটিকে আটকানোর প্রাণপণ চেষ্টা করেও কোনও লাভ হচ্ছে হচ্ছে না ৷ অটোর পিছন পিছন দৌড়চ্ছেন অটো চালক ৷ কিন্তু তিনিও আটকাতে ব্যর্থ ৷

Photo: Twitter
Photo: Twitter
শিবপুরি, মধ্যপ্রদেশ: আপনি কখনও বিনা ড্রাইভারে অটো (Auto Running Without Driver) চলতে দেখেছেন রাস্তায় ? নিশ্চয় না ৷ কিন্তু মধ্যপ্রদেশের শিবপুরিতে (Madhya Pradesh, Shivpuri Viral Video) ঠিক এমন ঘটনাই ঘটল সম্প্রতি ৷ যেখানে দেখা গিয়েছে একটা অটোকে কিছুতেই থামানো যাচ্ছে না ৷ নিজের মতোই ছুটে চলেছে সেটি ! শিবপুরির ব্যস্ত রাস্তায় এমন ঘটনা দেখে সবাই হতবাক ৷ ঘটনার ভিডিও স্বভাবতই ভাইরাল !
ভিডিওতে দেখা যায় অটোটিকে আটকানোর প্রাণপণ চেষ্টা করেও কোনও লাভ হচ্ছে হচ্ছে না ৷ অটোর পিছন পিছন দৌড়চ্ছেন অটো চালক ৷ কিন্তু তিনিও আটকাতে ব্যর্থ ৷ নিজের অটো ধরতে গিয়ে নিজেই উল্টে পড়েন তিনি ৷ যেন কোনও ভূতে ভর করেছে অটোটিকে ! আপনমনে এগিয়ে চলেছে সেটি ৷
advertisement
advertisement
অটোটি অবশ্য শেষপর্যন্ত একটু দূরে গিয়ে থামে ৷ সেটাও ফুটপাতের সামনে থাকা একটি চাট-ভেলপুরির দোকানে ধাক্কা মারার পর ৷ তবে ভাগ্য ভালো কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি ৷ নাহলে আরও বড় বিপদ হতে পারত ৷ ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে ৷ তবে এভাবে একটা অটো-রিকশাকে নিজে নিজেই চলতে দেখে অবাক সকলেই ৷ ভিডিও ভাইরাল হতেও খুব বেশি সময় লাগেনি ৷
advertisement
সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে এখন ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না ৷ কিছু ঘটতে দেখলেই হাতে থাকা মোবাইল দিয়ে সেটির ভিডিও করে থাকেন অনেকেই ৷ বিপদ ঘটতে পারে বুঝেও ভিডিও শ্যুট করতেই ব্যস্ত, এমন মানুষের সংখ্যা নিতান্ত কম নয় ৷ এদিন তেমনই একজনের মোবাইলে রেকর্ড হওয়া ভিডিওটি ছড়িয়ে পড়ে ফেসবুক, ট্যুইটার সর্বত্রই ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: কী কাণ্ড ! ব্যস্ত রাস্তায় বিনা ড্রাইভারেই ছুটে চলেছে অটো, প্রাণপণ চেষ্টা করেও আটকাতে ব্যর্থ চালক
Next Article
advertisement
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! কারণ নিয়ে ধোঁয়াশা
  • বড়বাজারের এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে ভোরে আগুন লাগে, ২৪টি দমকল ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে.

  • দাহ্য বৈদ্যুতিক সামগ্রী ও সংকীর্ণ রাস্তার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ল্যাডার ব্যবহার সম্ভব হয়নি.

  • প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হলেও, ফরেন্সিক পরীক্ষার পরেই আগুনের উৎস নিশ্চিত হবে.

VIEW MORE
advertisement
advertisement