PM Narendra Modi: কৃষকরা যত শক্তিশালী হবে, নতুন ভারত তত বেশি সমৃদ্ধ হবে! রবিবার এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদি জানান ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ এবং অন্যান্য কৃষি-সম্পর্কিত প্রকল্পগুলি কোটি কোটি কৃষককে নতুন শক্তি দিচ্ছে। ট্যুইটারে প্রধানমন্ত্রী একটি পোস্টারও শেয়ার করেছেন। তাতে বলা হয়েছে, ১.৮২ লক্ষ কোটি টাকা সরাসরি ১১.৩ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। মুলত ওই গ্রাফিক পোস্টারে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ এবং অন্যান্য কৃষি-সম্পর্কিত প্রকল্পের আওতায় কৃষকরা যে সুবিধাগুলি পেয়েছেন বলে সরকার দাবি করে, সেগুলিরই কথা বলা হয়েছে।
আরও পড়ুন- জন্মদিনে প্রেমিকাকে মদ খাইয়ে ধর্ষণ! মৃত্যু নাবালিকার, পলাতক অভিযুক্ত প্রেমিক
“দেশ আমাদের কৃষক ভাই ও বোনদের জন্য গর্বিত। তাঁরা যত শক্তিশালী হবেন, নতুন ভারত তত বেশি সমৃদ্ধ হবে। আমি খুশি যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং কৃষি সম্পর্কিত অন্যান্য প্রকল্পগুলি দেশের কোটি কোটি কৃষককে নতুন শক্তি দিচ্ছে,” হিন্দিতে একটি ট্যুইটে বলেছেন মোদি।
हमारे किसान भाई-बहनों पर देश को गर्व है। ये जितना सशक्त होंगे, नया भारत भी उतना ही समृद्ध होगा। मुझे खुशी है कि पीएम किसान सम्मान निधि और कृषि से जुड़ी अन्य योजनाएं देश के करोड़ों किसानों को नई ताकत दे रही हैं। pic.twitter.com/xMSrBrbLT5
— Narendra Modi (@narendramodi) April 10, 2022
উল্লেখযোগ্য বিষয় হল, কৃষক আন্দোলনের মুখে পড়েই কৃষি বিল প্রত্যাহার করে নেয় ক্ষমতাসীন বিজেপি সরকার। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে কৃষকদের অধিকার অর্জন এক পর্যায়ে অসম্ভব মনে হলেও শ্রমিক শ্রেণি এবং সমাজের বিস্তীর্ণ অংশের অভূতপূর্ব সমর্থনে কৃষকদের ঐক্যবদ্ধ আন্দোলন তা অর্জন করে দেখিয়েছিল। আর তার ফলেই মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ২০২১ সালের ১৯ নভেম্বর তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে।
আরও পড়ুন- বিশ্ব হোমিওপ্যাথি দিবস ২০২২: সত্যিই কি কঠিনতম রোগও সারাতে পারে হোমিওপ্যাথি?
শুধু তাই নয় ২০১৮ সালে পঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা থেকে হাজারে হাজারে কৃষক কিষাণ মুক্তি মার্চে যোগ দেন। সারা ভারত থেকে প্রায় ২০০ টি বড় এবং ছোট কৃষক দল জোট বেঁধে প্রথমে শহরের বিভিন্ন পয়েন্টে জড়ো হন এবং তারপর হেঁটে রামলীলা ময়দানে যান। সেই ঐতিহাসিক কৃষক মিছিল এবং আন্দোলনের জেরে মোদি সরকারের পিছু হঠার পরে প্রধানমন্ত্রীর এই মন্তব্য কৃষকদের মধ্যে বিজেপির আস্থা কতটা বাড়াতে পারবে এই প্রশ্নও তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।