World Homeopathy Day 2022: বিশ্ব হোমিওপ্যাথি দিবস ২০২২: সত্যিই কি কঠিনতম রোগও সারাতে পারে হোমিওপ্যাথি?

Last Updated:

Homeopathy Medicines Benefit: এই বছর, ভারতে বিশ্ব হোমিওপ্যাথি দিবসের থিম হল ‘স্বাস্থ্যের জন্য মানুষের পছন্দ।’

World Homeopathy Day 2022
World Homeopathy Day 2022
World Homeopathy Day 2022: সারা বিশ্বজুড়ে রবিবার, ১০ এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব হোমিওপ্যাথি দিবস। এই দিনটি ওষুধের একটি বিশেষ ক্ষেত্রের গুরুত্ব এবং কিছু কঠিন অসুস্থতা নির্মূল করার ক্ষমতাকে তুলে ধরে। ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিখ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকী স্মরণে দিবসটি পালিত হয়। হ্যানিম্যান ১৭৫৫ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। চিকিৎসার এই ওষুধের বিশেষ শাখাটির জন্ম তাঁরই হাতে। হ্যানিম্যানকে হোমিওপ্যাথির জনক বলেও অভিহিত করা হয়।
তাঁর সময়ে উপলব্ধ ওষুধের অবস্থা নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট ছিলেন হ্যানিম্যান,। তারপরেই নিজের অনুশীলন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর মতে, তিনি যে ওষুধটির অনুশীলন করেছিলেন তা রোগীর উপকারের চেয়ে বেশি ক্ষতি করেছিল। ফলস্বরূপ, হ্যানিম্যান বছরের পর বছর ওষুধের গবেষণায় নিজেকে নিমজ্জিত করেন। তারপর ‘সিমিলিয়া সিমিলিবাস কারেন্টুর’ মতবাদের ভিত্তি স্থাপন করেন এবং এভাবেই হোমিওপ্যাথির জন্ম হয়।
advertisement
advertisement
World Homeopathy Day 2022: তাৎপর্য
ওষুধের এই বিশেষ শাখাটির ভিত্তি বেশ শক্তিশালী এবং স্থিতিশীল। বিশেষ করে অ্যালোপ্যাথিক ওষুধের কারবারি ও উপভোক্তারা হামেশাই হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে দ্বারা প্রশ্ন তুলেছেন ও সন্দেহ প্রকাশ করেছেন। তা সত্ত্বেও হোমিওপ্যাথি এখনও জনসাধারণের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। হোমিওপ্যাথির জনকের জন্মবার্ষিকীতে পালিত এই দিনটির উদ্দেশ্য হল বিকল্প চিকিৎসার বৈজ্ঞানিক পদ্ধতির সুবিধা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
advertisement
হোমিওপ্যাথি, বার বার বিভিন্ন মানুষের কঠিন সময়ে উপকৃত করেছে এবং মানুষের মধ্যে বদ্ধমূল কিছু রোগের চিকিৎসা করেছে। সেই উদাহরণগুলির উপর আলোকপাত করার জন্যও এই দিনটি পালন করা হয়। এছাড়াও, বিশ্ব হোমিওপ্যাথি দিবস বিজ্ঞানের এই শাখার সদস্য এবং বিশ্বাসীদের সামনের পথ এবং তাকে প্রশস্ত করার জন্য প্রয়োজনীয় কৌশল নিয়ে আলোচনা করার জন্য একটি সাধারণ মঞ্চও তৈরি করে।
advertisement
World Homeopathy Day 2022: থিম
এই বছর, ভারতে বিশ্ব হোমিওপ্যাথি দিবসের থিম হল ‘স্বাস্থ্যের জন্য মানুষের পছন্দ।’ প্রতি বছরের মতোই, আয়ুষ মন্ত্রক এই থিমটি নির্ধারণ করেছে৷ এই দিনে, একাধিক বই প্রকাশের পাশাপাশি হোমিওপ্যাথি, এর উপকারিতা এবং ওষুধে এর অবদানের উপর তৈরি একটি তথ্যচিত্রও প্রকাশ করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
World Homeopathy Day 2022: বিশ্ব হোমিওপ্যাথি দিবস ২০২২: সত্যিই কি কঠিনতম রোগও সারাতে পারে হোমিওপ্যাথি?
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement