PM Narendra Modi: "আমি অন্য ধাতু দিয়ে তৈরি, সবকিছু হালকাভাবে নিই না": দু'দফার প্রধানমন্ত্রীত্বেই থামতে নারাজ মোদি

Last Updated:

Modi in Gujarat: “তিনি জানেন না যে মোদি অন্য ধাতু দিয়ে গড়া। গুজরাতের মাটি তাঁকে তৈরি করেছে,” বলেন নরেন্দ্র মোদি।

#গুজরাত: টানা দু’বার প্রধানমন্ত্রী হয়েছেন এই অনেক বড় ব্যাপার! সম্প্রতি বিরোধী এক নেতা এমনই মন্তব্য করেন মোদির প্রধানমন্ত্রীত্বকে ঘিরে। বৃহস্পতিবার নরেন্দ্র মোদি অবশ্য জোর গলায় জানিয়ে দিয়েছেন যে বিরোধী নেতার কথা মতো দুই বারের মেয়াদে থেমে থাকার জন্যই আসেননি তিনি। তাঁর এখন ধীর গতিতে সফরের সময় নয়। ভিডিও লিঙ্কের মাধ্যমে বিধবা, বয়স্ক এবং নিঃস্ব নাগরিকদের জন্য গুজরাত সরকারের আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধাভোগীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এমনটাই বলেছেন নরেন্দ্র মোদি।
“একদিন একজন খুব বড় নেতা আমার সঙ্গে দেখা করলেন। তিনি নিয়মিত রাজনৈতিকভাবে আমাদের বিরোধিতা করেন, কিন্তু আমি তাঁকে সম্মান করি,” মোদি বলেন। “তিনি কিছু বিষয়ে খুশি ছিলেন না, তাই তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি বললেন, মোদিজি, দেশ আপনাকে দু’বার প্রধানমন্ত্রী করেছে, এখন আর কী চাই? তিনি মনে করেন যে কেউ যদি দু’বার প্রধানমন্ত্রী হন তবেই তাঁর সবকিছু অর্জন করা হয়ে গিয়েছে,” বলেন প্রধানমন্ত্রী মোদি।
advertisement
advertisement
“তিনি জানেন না যে মোদি অন্য ধাতু দিয়ে গড়া। গুজরাতের মাটি তাঁকে তৈরি করেছে। সেজন্য আমি সব কিছু এত সহজে হালকা ভাবে নিই না, যে যা হয়েছে তা হয়েছে এবং এখন আমার বিশ্রাম করা উচিত। না! আমার স্বপ্ন হল সম্পৃক্ততা, ১০০ শতাংশ কল্যাণমূলক প্রকল্প,” বলেন নরেন্দ্র মোদি।
advertisement
যদিও নরেন্দ্র মোদি তাঁর এই বক্তৃতার সময় কারও নাম উল্লেখ করেননি কিন্তু ঘটনাচক্রে এনসিপি প্রধান শরদ পাওয়ার দিল্লিতে মোদির সঙ্গে দেখা করার এক মাস পরেই এমন মন্তব্য করলেন নরেন্দ্র মোদি। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পরিবারের সদস্যদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলির পদক্ষেপের বিষয়টি নিয়ে কথা বলেছিলেন মোদি ও পাওয়ার।
বাংলা খবর/ খবর/দেশ/
PM Narendra Modi: "আমি অন্য ধাতু দিয়ে তৈরি, সবকিছু হালকাভাবে নিই না": দু'দফার প্রধানমন্ত্রীত্বেই থামতে নারাজ মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement