Skeletons of 1857 Revolt Indian Soldiers: চমকপ্রদ! ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সেনাদের কঙ্কাল উদ্ধার ২০২২ সালে!

Last Updated:

1857 Sepoy Mutiny: এই কঙ্কালগুলি ১৮৫৭ সালে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সময় নিহত ২৮২ জন ভারতীয় সৈন্যের।

1857 Skeleton
1857 Skeleton
#চণ্ডীগড়: সাল ১৮৫৭! দেশে তখন সিপাহী বিদ্রোহ। ভারতের প্রথম সেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ২৮২ জন ভারতীয় সৈন্যের কঙ্কাল মিলল ২০২২ সালে! অমৃতসরের কাছে একটি খনন কার্য চলার সময় পাওয়া গিয়েছে ওই কঙ্কালগুলি, জানান পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ জেএস সেহরাওয়াত। সেই সিপাহী বিদ্রোহে শুয়োরের চর্বি এবং গরুর মাংসের কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে বিদ্রোহ করে সৈন্যরা।
“এই কঙ্কালগুলি ১৮৫৭ সালে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সময় নিহত ২৮২ জন ভারতীয় সৈন্যের। পঞ্জাবের অমৃতসরের কাছে আজনালায় একটি ধর্মীয় কাঠামোর নীচে থাকা একটি কুয়ো খননের সময় এই কঙ্কালগুলি মেলে,” বলেন সহকারী অধ্যাপক ডাঃ জেএস সেহরাওয়াত।
advertisement
advertisement
advertisement
“এই সৈন্যরা শুয়োরের মাংস এবং গরুর মাংসের গ্রীজ দেওয়া কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে বিদ্রোহ করেন বলে জানা গিয়েছে একটি গবেষণায়। মুদ্রা, পদক, ডিএনএ পরীক্ষা, মৌলিক বিশ্লেষণ, নৃতাত্ত্বিক বিশ্লেষণ, রেডিও-কার্বন ডেটিং সব থেকেই এই বিষয়টি স্পষ্ট,” বলেন ডাঃ জেএস সেহরাওয়াত।
advertisement
১৮৫৭ সালের বিদ্রোহকে ইতিহাসবিদদের একাংশ স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করে থাকেন। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত কিছু ভারতীয় সৈন্য ধর্মীয় বিশ্বাসের কারণে শুয়োরের চর্বি এবং গরুর মাংসের গ্রিজ দেওয়া কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Skeletons of 1857 Revolt Indian Soldiers: চমকপ্রদ! ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সেনাদের কঙ্কাল উদ্ধার ২০২২ সালে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement