Skeletons of 1857 Revolt Indian Soldiers: চমকপ্রদ! ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সেনাদের কঙ্কাল উদ্ধার ২০২২ সালে!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
1857 Sepoy Mutiny: এই কঙ্কালগুলি ১৮৫৭ সালে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সময় নিহত ২৮২ জন ভারতীয় সৈন্যের।
#চণ্ডীগড়: সাল ১৮৫৭! দেশে তখন সিপাহী বিদ্রোহ। ভারতের প্রথম সেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ২৮২ জন ভারতীয় সৈন্যের কঙ্কাল মিলল ২০২২ সালে! অমৃতসরের কাছে একটি খনন কার্য চলার সময় পাওয়া গিয়েছে ওই কঙ্কালগুলি, জানান পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ জেএস সেহরাওয়াত। সেই সিপাহী বিদ্রোহে শুয়োরের চর্বি এবং গরুর মাংসের কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে বিদ্রোহ করে সৈন্যরা।
“এই কঙ্কালগুলি ১৮৫৭ সালে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সময় নিহত ২৮২ জন ভারতীয় সৈন্যের। পঞ্জাবের অমৃতসরের কাছে আজনালায় একটি ধর্মীয় কাঠামোর নীচে থাকা একটি কুয়ো খননের সময় এই কঙ্কালগুলি মেলে,” বলেন সহকারী অধ্যাপক ডাঃ জেএস সেহরাওয়াত।
advertisement
advertisement
Chandigarh| These skeletons belong to 282 Indian soldiers killed during India's 1st freedom struggle against the British in 1857. These were excavated from a well found underneath religious structure in Ajnala near Amritsar, Punjab: Dr JS Sehrawat Asst Prof Dept Anthropology PU pic.twitter.com/pfGdz4W5sC
— ANI (@ANI) May 11, 2022
advertisement
“এই সৈন্যরা শুয়োরের মাংস এবং গরুর মাংসের গ্রীজ দেওয়া কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে বিদ্রোহ করেন বলে জানা গিয়েছে একটি গবেষণায়। মুদ্রা, পদক, ডিএনএ পরীক্ষা, মৌলিক বিশ্লেষণ, নৃতাত্ত্বিক বিশ্লেষণ, রেডিও-কার্বন ডেটিং সব থেকেই এই বিষয়টি স্পষ্ট,” বলেন ডাঃ জেএস সেহরাওয়াত।
advertisement
১৮৫৭ সালের বিদ্রোহকে ইতিহাসবিদদের একাংশ স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করে থাকেন। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত কিছু ভারতীয় সৈন্য ধর্মীয় বিশ্বাসের কারণে শুয়োরের চর্বি এবং গরুর মাংসের গ্রিজ দেওয়া কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 11, 2022 5:14 PM IST