Kerala Tomato Flu: ফের রহস্যময় রোগ ভারতে! টমেটো ফ্লুতে আক্রান্ত ৮০ জন শিশু! কী এর উপসর্গ?
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Tomato Fever among Kids: আক্রান্ত শিশুদের গায়ে টমেটোর আকারের ফোস্কা পড়তে পারে, যার রঙ লাল।
খাদ্যে বিষক্রিয়ার কারণে ৫৮ জনের গুরুতর অসুস্থতা এবং হাসপাতালে ভর্তির ঘটনায় দুশ্চিন্তায় কেরল। শিগেলা ব্যাকটেরিয়া থেকে ঘটা শিগেলোসিস সংক্রমণকে ঠেকাতে না ঠেকাতেই নয়া আরেক রহস্যময় রোগ দেখা দিয়েছে কেরলে। নামও রহস্যজনক! “টমেটো ফ্লু”। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ৮০ টিরও বেশি শিশু এই রোগে আক্রান্ত হয়েছে, যাকে ‘টমেটো ফিভার’ নামেও ডাকা হচ্ছে। এই রোগের সমস্ত ঘটনাই ঘটেছে কোল্লামে।
advertisement
advertisement
advertisement
advertisement