#নয়াদিল্লি: পেশায় রিক্সাচালক বাবা মেয়ের বিয়ের সময় এলাকার সাংসদকে নিমন্ত্রণ করেছিলেন৷ সাংসদ বিয়েতে আসতে পারেননি৷ গত ১৬ ফেব্রুয়ারি সাংসদ নিজে গিয়ে দেখা করলেন সেই ব্যক্তির সঙ্গে৷ সেই সাংসদ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
গত ১৬ ফেব্রুয়ারি নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে একদিনের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঙ্গল কিওয়াত নামে পেশায় এক রিক্সাচালক তাঁর মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন মোদিকে৷ গত ১৬ ফেব্রুয়ারি বারাণসীতে গিয়েই মঙ্গলের খোঁজ নেন মোদি৷
এরপরেই তিনি মঙ্গলের সঙ্গে দেখা করেন৷ মঙ্গলকে বলেন, তিনি তাঁর মেয়ের বিয়েতে আসতে পারেননি৷ তাই দেখা করছেন৷ মঙ্গল ও তাঁর পরিবারের সদস্যদের খোঁজ নেন মোদি৷ মঙ্গলকে 'স্বচ্ছ ভারত' মিশনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেন তিনি৷
মঙ্গলের কথায়, 'মেয়ের বিয়ের প্রথম নিমন্ত্রণই আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠিয়েছিলাম৷ আমি নিজে দিল্লিতে প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে নিমন্ত্রণ পত্র দিয়ে আসি৷ গত ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর মোদির তরফে একটি শুভেচ্ছা বার্তা পাই৷ খুব খুশি হয়েছিলাম৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: PM Narendra Modi, Rickshaw Puller, Varanasi