PM Narendra Modi: ফের মাথাচাড়া দিচ্ছে করোনা, ৯৯তম 'মন কি বাত' থেকে বিশেষ সতর্কবার্তা নরেন্দ্র মোদির

Last Updated:

PM Narendra Modi: দেশে করোনার উপদ্রব ফের বাড়ছে। এমন সময়ে সকলে যেন যথাযথ নিয়ম মেনে সুস্থ থাকেন, 'মন কি বাত' অনুষ্ঠানে আরও একবার সে কথা মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি।

কোভিড নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন নরেন্দ্র মোদী
কোভিড নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন নরেন্দ্র মোদী
নয়াদিল্লি: 'মন কি বাত' অনুষ্ঠানে দেশবাসীদের রমজান-সহ  নানা উৎসবের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে মনে করিয়ে দিলেন কোভিড অতিমারি নিয়ে সতর্ক থাকার কথা। দেশে করোনা পরিস্থিতি এখনও পুরোপুরি কাটেনি। তাই উৎসবের মরশুমে সবাইকে সাবধানতা অবলম্বনের বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
দেশে করোনার উপদ্রব ফের বাড়ছে। এমন সময়ে সকলে যেন যথাযথ নিয়ম মেনে সুস্থ থাকেন, 'মন কি বাত' অনুষ্ঠানে আরও একবার সে কথা মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি। তাঁকে বলতে শোনা যায়, "উৎসব পালন করুন। কিন্তু সব সময়ে সাবধানতা অবলম্বন করুন।"
ফের বাড়ছে করোনা। গত দু'বছরের তুলনায় মানুষের মনে করোনা নিয়ে আতঙ্ক কমেছে। মাস্ক পরা শিকেয় উঠেছে। ফের ভিড় জমেছে দোকানে-বাজারে। সামাজিক দূরত্ব এখন অতীত। তবে এ সবের মাঝে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড। নতুন ভ্যারিয়েন্ট কতটা বিপজ্জনক হতে পারে, তা নিয়ে ফের আশঙ্কায় পড়েছেন চিকিৎসকরা।
advertisement
advertisement
করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে H3N2 সংক্রমণও। দুই ভাইরাসের লক্ষণ প্রায় এক। তাই বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের চিকিৎসা করতে নাজেহাল হতে হচ্ছে। তাই এ হেন অবস্থায় সকলে যাতে সুস্থ থাকেন, দেশবাসীর উদ্দেশে সেই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী।
বাংলা খবর/ খবর/দেশ/
PM Narendra Modi: ফের মাথাচাড়া দিচ্ছে করোনা, ৯৯তম 'মন কি বাত' থেকে বিশেষ সতর্কবার্তা নরেন্দ্র মোদির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement