হোম /খবর /কলকাতা /
নীলাদ্রি নেহাত ছোট কেউ নয়, এবার আসবে বিরাট সত্য? নিয়োগ দুর্নীতিতে বড় পর্দাফাঁস

Recruitment Scam: নীলাদ্রি নেহাত ছোট কেউ নয়, এবার বেরোবে বিরাট সত্য? নিয়োগ দুর্নীতিতে বড় পর্দাফাঁস

গ্রেফতার নীলাদ্রি দাস

গ্রেফতার নীলাদ্রি দাস

Recruitment Scam: নীলাদ্রি দাসের মোবাইল বাজেয়াপ্ত করেছে সিবিআই। মোবাইলে এমন কিছু রয়েছে যা ডিকোড করার জন্য সেন্ট্রাল ফরেন্সিকে পাঠাচ্ছে সিবিআই।

  • Share this:

অর্পিতা হাজরা, কলকাতা : Omr শিট বিকৃত করার ঘটনায় সিবিআইয়ের হাতে ধৃত নীলাদ্রি দাস উচ্চ শিক্ষিত। নীলাদ্রি গাজিয়াবাদ IMT থেকে MBA করেন। নীলাদ্রি কলকাতা ডনবোস্কোতে পড়াশোনা করেছেন। নীলাদ্রি দাস নিউ দিল্লিতে N D infosystems pvt লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর। ২০০২ সালে মে মাস থেকে বর্তমানে কর্মরত ছিলেন। ১০ বছর ১১ মাস ধরে ছিলেন। Nysa communication pvt লিমিটেডে ভাইস চেয়ারম্যান ছিলেন নীলাদ্রি ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে - ২০২০ সালের ফেব্রুয়ারী পর্যন্ত ।

প্রায় ১২ বছর ১ মাস ধরে দায়িত্ব সামলান, সিবিআইয়ের কাছে নীলাদ্রি দাবি করেছেন। নীলাদ্রি দাসের মোবাইল বাজেয়াপ্ত করেছে সিবিআই। মোবাইলে এমন কিছু রয়েছে যা ডিকোড করার জন্য সেন্ট্রাল ফরেন্সিকে পাঠাচ্ছে সিবিআই।  ইতিমধ্যে ফরেন্সিকে পাঠানোর জন্য অনুমতি পেয়েছে সিবিআই। মোবাইলের গুরুত্বপূর্ণ তথ্য পেতে ফরেন্সিকে পাঠানো হচ্ছে নীলাদ্রির মোবাইল ফোন।

শনিবার নিজামে প্রথমে এসপি সিনহাকে জেরা করে সিবিআই। এরপর নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস এবং  এসপি সিনহাকে মুখোমুখি জেরা করা হয়। এসপি সিনহা এবং উপদেষ্টা কমিটির অন্যান্যদের সঙ্গে যোগসাজশ নিয়ে জেরা নীলাদ্রিকে। Omr শিট বিকৃত বা ম্যানুপুলেশন করার জন্য নীলাদ্রিকে কবে থেকে কন্ট্রাক্ট করে এসএসসি প্রাক্তন উপদেষ্টা কর্তারা? নাইসার ভাইস প্রেসিডেন্ট  সঙ্গে প্রাক্তন উপদেষ্টা কমিটির কর্তাদের আর্থিক লেনদেন নিয়ে মুখোমুখি জেরা। Omr শিট প্রস্তুতকারী সংস্থার আর  কে কে জড়িত? দুজনকে মুখোমুখি জেরায় জানার চেষ্টা করছে সিবিআই। কারণ সিবিআইয়ের অনুমান , একা নীলাদ্রি নয়, ওই সংস্থার আরও কেউ থাকতে পারেন।

আরও পড়ুন: উদয়ন গুহ 'কুলাঙ্গার'! বাবা কমলের নাম দুর্নীতিতে জড়ানোয় আক্রমণ ফরওয়ার্ড ব্লকের

সিবিআই সূত্রে খবর, কীভাবে omr শিট বিকৃত করা হবে তার সমস্ত দায়িত্ব ছিল নীলাদ্রি দাসের উপর। সিবিআইয়ের দাবি, শুধু এসএসসি  উপদেষ্টা কমিটির সঙ্গেই নয়,  গাজিয়াবাদে omr প্রস্তুতকারী  সংস্থার এর এক প্রাক্তন অধিকারিকের সঙ্গে যোগ বলে অনুমান গোয়েন্দাদের । নীলাদ্রিকে জেরা করে জানার চেষ্টা করছে সিবিআই। কিছু দিন আগে গাজিয়াবাদে অভিযান চালিয়ে যে omr শিট উদ্ধার হয়েছিল তা বেআইনি ভাবে ম্যানুপুলেশন করা, বিকৃত করার পিছনে ধৃত নীলাদ্রির হাত রয়েছে।

আরও পড়ুন: 'কবে ইডি তুলে নেবে বলা মুশকিল!' তৃণমূল বিধায়ক মনোরঞ্জনের নিশানায় দলের কোন নেতা?

ধৃত উপদেষ্টা কমিটির আধিকারিকদের সঙ্গে ব্যাঙ্কিং লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। নগদেও টাকা যেত নীলাদ্রির কাছে। নীলাদ্রির বিপুল সম্পত্তির উপর নজর সিবিআইয়ের। একাধিক ফ্ল্যাট, জমি, ব্যাংক অ্যাকাউন্টয়ের বিপুল টাকার লেনদেন, সিবিআই সূত্রে খবর। কোথা থেকে এলো বিপুল পরিমাণ টাকা? এসএসসি দফতরের  ধৃত পাঁচ উপদেষ্টা সদস্য কমিটির  শীর্ষ কর্তাদের সঙ্গে ষড়যন্ত্র করে omr বিকৃত করতে কত টাকা কমিশন পেতেন নীলাদ্রি? সিবিআইয়ের  জেরায়  অসহযোগিতা করছে নীলাদ্রি । সোমবার নীলাদ্রি দাস ও এসপি সিনহাকে সিবিআই স্পেশ্যাল আদালতে পেশ করা হবে।

Published by:Suman Biswas
First published:

Tags: CBI, Primary scam, SSC Scam