Udayan Guha: উদয়ন গুহ 'কুলাঙ্গার'! বাবা কমলের নাম দুর্নীতিতে জড়ানোয় আক্রমণ ফরওয়ার্ড ব্লকের
- Published by:Debamoy Ghosh
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
বাম আমলে চিরকুটে চাকরির কথা উদয়ন গুহর মুখে। বাম আমলকে বিঁধতে গিয়ে কার্যত বিঁধলেন নিজের বাবাকেও!
কলকাতা: কমল গুহ সম্পর্কে তাঁর ছেলে উদয়ন গুহর মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল কমল গুহর দল ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে বাবার গায়েও কালি ছেটান তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। প্রয়াত বাবা কমল গুহকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক উদয়ন গুহ। বলেন, 'মন্ত্রী থাকাকালীন বাবা অনেককে চাকরি দিয়েছিলেন। দলের স্বার্থে তো বাবা অনেককে চাকরি দিয়েছেন৷ সেই চাকরি দিতে গিয়ে অনেক সময় অনেক যোগ্য প্রার্থীদেরও বাবা বঞ্চিত করেছেন৷ যেহেতু দলের লোককে চাকরি দিতে হবে৷'
উদয়ন গুহর এই মন্তব্য নিয়ে চাপানউতোর তুঙ্গে। যদিও উদয়েনর অভিযোগ উড়িয়ে দিয়েছে বামেরা। উদয়ন গুহর কথায়, 'আমার বাবা তিনটে দফতরে লোকজনকে চাকরি দিয়েছেন। যাঁদের চাকরি দিয়েছিলেন তাঁদের চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন লোক কি ছিল না? অযোগ্যদের চাকরি দেওয়া যদি দুর্নীতি হয়, তাহলে বাবাও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন।'
উদয়নের এই মন্তব্যে অবশ্য কড়া প্রতিক্রিয়া দিয়েছে কমল গুহর দল ফরওয়ার্ড ব্লক৷ উদয়নের নিজেরও রাজনৈতিক উত্থান ফরওয়ার্ড ব্লকের হাত ধরে৷ দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, 'কমল গুহকে বাদ দিয়ে বাংলার কৃষক আন্দোলনের কথা লেখা যাবে না৷ সেই বাবার নামে যে ছেলে এসব বলে সে তো কুলাঙ্গার৷'
advertisement
advertisement
নিয়োগে দুর্নীতি। গ্রেফতার তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রী। পাল্টা বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে সরব তৃণমূল। তারা টেনে আনছে চিরকুটে চাকরির প্রসঙ্গ। বাম আমলের সেই দুর্নীতির কথা বলতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী টেনে আনলেন তাঁর বাবাকেও। আর এতেই চটে লাল ফরওয়ার্ড ব্লক শিবির। দিনহাটার দীর্ঘদিনের ফরওয়ার্ড ব্লক বিধায়ক ছিলেন কমল গুহ।বাম আমলে ১৪ বছর কৃষি মন্ত্রী ছিলেন।
advertisement
তৃণমূল বারবারই দাবি করছে, নিয়োগ দুর্নীতি বাম আমলেও হয়েছে। সে জমানায় চিরকুটে লেখা সুপারিশেই চাকরি হত বলে অভিযোগ তৃণমূল নেতাদের। সম্প্রতি সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরিতেও চিরকুট প্রসঙ্গ টেনে সুর চড়ায় তৃণমূল। বাম আমলে চিরকুটে চাকরির কথা উদয়ন গুহর মুখে। বাম আমলকে বিঁধতে গিয়ে কার্যত বিঁধলেন নিজের বাবাকেও! উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর দাবি, 'চাকরির জন্য বাবা টাকা নেননি। বাবা চাকরি দিয়েছিলেন দলের স্বার্থে।'
advertisement
উদয়নের এই মন্তব্যে জোর রাজনৈতিক চাপানউতোর। এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বামেরা। কোচবিহার জেলা ফরওয়ার্ড ব্লক সম্পাদক অক্ষয় ঠাকুর নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,' আমরা উদয়ন গুহর এই বক্তব্যকে তীব্র নিন্দা জানাচ্ছি। একজন ছেলে যদি তাঁর বাবার সম্বন্ধে এই ধরনের মন্তব্য করেন তাহলে তা ঘৃণার। কমল গুহ সম্পর্কে কেউ কোনও দিন বলতে পারবে না যে তিনি কখনও অন্যায় করেছেন। উনি পাগলের প্রলাপ বকছেন।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2023 11:17 PM IST