Udayan Guha: 'বাবাও অনেক অযোগ্যকে চাকরি দিয়েছেন!' প্রয়াত কমল গুহকেই কাঠগড়ায় তুললেন ছেলে উদয়ন

Last Updated:

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'এই মন্তব্য করে উনি নিজেকে ছোট করলেন, নাকি ওঁর বাবা উদয়ন গুহকে ছোট করলেন৷ তা আমি বলতে পারব না৷'

শুভঙ্কর সাহা, কোচবিহার: বাম আমলে দীর্ঘদিন রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন প্রয়াত কমল গুহ৷ কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গে ফরওয়ার্ড ব্লকের প্রয়াত এই নেতার প্রভাবও ছিল তর্কাতীত৷ রাজ্যের প্রয়াত প্রাক্তন সেই মন্ত্রীর বিরুদ্ধেই এবার অসংখ্য অযোগ্যকে চাকরি দেওয়ার অভিযোগ নিয়ে নতুন বিতর্ক তৈরি হল৷ আর সেই বিতর্ক যিনি তৈরি করলেন, তিনি কমল গুহেরই পুত্র এবং রাজ্যের বর্তমান মন্ত্রী উদয়ন গুহ৷ যিনি নিজেও দীর্ঘদিন ফরওয়ার্ড ব্লকের হয়ে রাজনীতি করেছেন, রাজ্যের মন্ত্রীও হয়েছেন৷
তৃণমূলের শাসনকালে নিয়োগ দুর্নীতির পাল্টা এবার বাম আমলের চাকরি দুর্নীতি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল৷ সেই সূত্রেই বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে এ দিন প্রশ্ন করা হয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নকে৷
অভিযোগ স্বীকার করে নিয়ে কার্যত বোমা ফাটান উদয়ন৷ কিছুটা অপ্রত্যাশিত ভাবেই নিজের বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগও স্বীকার করে নিয়েছেন উদয়ন৷ তবে উদয়ন গুহের দাবি, বাবা কমল গুহ মন্ত্রী থাকাকালীন বহু অযোগ্যকে চাকরি দিলেও কারও থেকে তার বিনিময়ে টাকা দেননি৷ যদিও অন্যান্য বাম নেতারা সেই নীতি অনুসরণ করতেন কি না, তা নিয়ে মন্তব্য করতে চাননি উদয়ন৷
advertisement
advertisement
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এ দিন বলেন, 'দলের স্বার্থে তো বাবা অনেককে চাকরি দিয়েছেন৷ সেই চাকরি দিতে গিয়ে অনেক সময় অনেক যোগ্য প্রার্থীদেরও বাবা বঞ্চিত করেছেন৷ যেহেতু দলের লোককে চাকরি দিতে হবে৷ চৌত্রিশ বছর বামপন্থীরা শাসন ক্ষমতায় ছিল৷ দুর্নীতি মানে কি? আমি আমার ক্যাডারকে চাকরি পাইয়ে দিলাম অন্যকে বঞ্চিত করে, সেটা দুর্নীতি নয়? সেই চাকরির টাকা থেকে মাসে মাসে লেভি নিলাম, সেটা দুর্নীতি নয়? আমার দলের হোলটাইমারকে যেহেতু ভাতা দিতে পারব না তাই তাঁর স্ত্রীকে চাকরি দিলাম৷ এগুলো দুর্নীতি নয়?'
advertisement
বাম নেতাদের আরও আক্রমণ করে উদনয়ন বলেন, 'ফলে দুর্নীতি দুর্নীতি করে চিৎকার করে লাভ নেই৷ যাঁর দুর্নীতি দুর্নীতি করে লাফাচ্ছেন, তাঁরাও এসবের সঙ্গে যুক্ত ছিলেন৷ চৌত্রিশ বছরে অনেক অযোগ্যকে চাকরি দেওয়া হয়েছে৷ দলের স্বার্থে বাবাকেও এ ভাবে চাকরি দিতে হয়েছে৷ তবে বাবা চাকরি দেওয়ার বিনিময়ে কারও থেকে টাকা নেননি৷ অন্য বাম নেতারা টাকা নিতেন কি না, তা অবশ্য আমি বলতে পারব না৷ তবে অনেক অযোগ্য চাকরি পেয়েছেন৷'
advertisement
উদয়নের এই মন্তব্যে স্বভাবতই অস্বস্তিতে পড়ে গিয়েছে সিপিএম সহ বাম দলগুলি৷ সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'এই মন্তব্য করে উনি নিজেকে ছোট করলেন, নাকি ওঁর বাবা উদয়ন গুহকে ছোট করলেন৷ তা আমি বলতে পারব না৷' সিপিএম নেতার অভিযোগ, আসল দুর্নীতি থেকে চোখ ঘোরাতেই এসব বলছেন উদয়ন৷
advertisement
যদিও উদয়নের মন্তব্যে সরাসরি কোনও জবাব না দিয়ে বরং মন্ত্রিসভার সতীর্থকেই কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, 'ও পাগলের মতো কী বলেছে আমি বলতে পারব না৷ তবে চিরকুট দিয়ে এখন আর চাকরি হয় না৷ অন্তত একটা অ্যাপ্লিকেশন লাগে৷ ১৯৭০-এর দশকে আমরা দেখেছি, মুখের কথায় চাকরি হত৷'
উদয়নকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্যও৷ বিজেপি নেতা বলেন, 'নির্লজ্জ চাটুকারিতার সীমাহীন প্রতিফলন৷ নিজের বাবাকে দুর্নীতিগ্রস্ত বলছেন৷ অথচ বাবার নাম ভাঙিয়েই রাজনীতি করছেন৷ ক্ষমতায় অলিন্দে থাকার জন্য তৃণমূলে ঢুকেছেন৷ সেই দলে নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখতে, জনপ্রিয়তা রাখতে এসব মন্তব্য করছেন৷ '
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Udayan Guha: 'বাবাও অনেক অযোগ্যকে চাকরি দিয়েছেন!' প্রয়াত কমল গুহকেই কাঠগড়ায় তুললেন ছেলে উদয়ন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement