Firhad Hakim on Udayan Guha: 'পাগলের মতো কী বকেছে!'উদয়নের বক্তব্য খারিজ ফিরহাদের, সতীর্থকে কটাক্ষ পুরমন্ত্রীর

Last Updated:

রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সদস্যকে আর এক সিনিয়র সদস্য পাগল বলে কটাক্ষ করায় স্বভাবতই জল্পনা ছড়িয়েছে৷

উদয়নকে কটাক্ষ ফিরহাদের।
উদয়নকে কটাক্ষ ফিরহাদের।
কলকাতা: বাম আমলের প্রাক্তন মন্ত্রী৷ আবার বর্তমান সরকারের আমলেও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলাচ্ছেন৷ সেই উদয়ন গুহই এ দিন দাবি করেছেন, বাম আমলে তাঁর নিজের বাবা কমল গুহও বহু অযোগ্যদের চাকরির সুপারিশ করেছেন৷
রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর এই মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷ কিন্তু উদয়ন গুহ যাই বলুন না কেন, তাঁর বক্তব্যকে নস্যাৎ করে দিলেন রাজ্য মন্ত্রিসভারই আর এক গুরুত্বপূর্ণ সদস্য এবং তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিম৷ এমন কি, উদয়নকে এ দিন পাগল বলেও কটাক্ষ করতে ছাড়েননি ফিরহাদ৷
advertisement
advertisement
এ দিন উদয়ন গুহ বলেন, 'দলের স্বার্থে তো বাবা অনেককে চাকরি দিয়েছেন৷ সেই চাকরি দিতে গিয়ে অনেক সময় অনেক যোগ্য প্রার্থীদেরও বাবা বঞ্চিত করেছেন৷ যেহেতু দলের লোককে চাকরি দিতে হবে৷ চৌত্রিশ বছর বামপন্থীরা শাসন ক্ষমতায় ছিল৷ দুর্নীতি মানে কি? আমি আমার ক্যাডারকে চাকরি পাইয়ে দিলাম অন্যকে বঞ্চিত করে, সেটা দুর্নীতি নয়? সেই চাকরির টাকা থেকে মাসে মাসে লেভি নিলাম, সেটা দুর্নীতি নয়?'
advertisement
উদয়ন গুহর এই মন্তব্য নিয়েই ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয়েছিল৷ জবাবে রাজ্যের পুরমন্ত্রী এবং কলকাতার মেয়র বলেন, 'ও পাগলের মতো কী বকেছে আমার জানা নেই৷ এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই৷ একটা জিনিস বলতে পারি, চিরকুটে লিখে চাকরি হয় না৷ অন্তত একটা অ্যাপ্লিকেশন লাগে৷'
advertisement
রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সদস্যকে আর এক সিনিয়র সদস্য পাগল বলে কটাক্ষ করায় স্বভাবতই জল্পনা ছড়িয়েছে৷ ফিরহাদের বক্তব্য থেকেই স্পষ্ট, তিনি উদয়নের মন্তব্যকে সমর্থন করেন না৷
শুধু উদয়ন নন, এ দিন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একটি মন্তব্যকেও খারিজ করে দিয়েছেন ফিরহাদ৷ জ্যোতিপ্রিয় মল্লিক এ দিন নিজের পুরনো মন্তব্যে অনড় থেকে বলেন, কোনও সিপিএম নেতা বা কর্মীর পরিবারের সঙ্গে সম্পর্ক রাখার পক্ষপাতী নন তিনি৷ বনমন্ত্রীর এই মন্তব্য খারিজ করে দিয়ে পুরমন্ত্রী ফিরহাদ বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর কাছে কোনও মানুষের নিজস্ব পরিচয়টাই আসল, তাঁর রাজনৈতিক পরিচয় নয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim on Udayan Guha: 'পাগলের মতো কী বকেছে!'উদয়নের বক্তব্য খারিজ ফিরহাদের, সতীর্থকে কটাক্ষ পুরমন্ত্রীর
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement