Rahul Gandhi Disqualified as MP: একা কংগ্রেস নয়, রাহুলের সাংসদ পদ বাতিল হতেই বদলে গেল কেজরীওয়ালের অবস্থানও

Last Updated:

Rahul Gandhi Disqualified as MP: রাহুলের সাংসদ পদ খারিজে আম আদমি পার্টির আবস্থান বদল


রাহুল গান্ধি, অরবিন্দ কেজরিওয়াল ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷
রাহুল গান্ধি, অরবিন্দ কেজরিওয়াল ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷
#নয়াদিল্লি: সর্বভারতীয় ক্ষেত্রে যতই বারেবারে বিরোধী ঐক্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হোক না কেন, এতদিন কংগ্রেসের নেতৃত্ব নিয়ে যে দলগুলির আপত্তি ছিল তার মধ্যে অন্যতম আম আদমি পার্টি ৷ দিল্লির পর গুজরাত, হিমাচলের মতো রাজ্যেও আপের সঙ্গে কংগ্রেসের মুখোমুখি লড়াই হয়েছে৷ পঞ্জাবে কংগ্রেসের থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে অরবিন্দ কেজরীওয়ালের দল৷
আপ, তৃণমূলের মতো দলগুলির সঙ্গে কংগ্রেসের মতপার্থক্যই বিরোধী জোটের পথে অন্যতম কাঁটা ছিল৷ শুধু রাহুলের পাশে দাঁড়ানো নয়, রাহুল গান্ধির শাস্তির পর সাজাপ্রাপ্ত সাংসদদের সদস্যপদ বাতিল নিয়ে নিজের আগের অবস্থানও বদলে ফেলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল৷
advertisement
advertisement
কিন্তু রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের পরেই ছবিটা যেন বদলে গেল। রাহুলের সাংসদ পদ খারিজের পর পরই ট্যুইট করে কংগ্রেস নেতার পাশে থাকার বার্তা দিয়েছিলেন মমচা বন্দ্যোপাধ্যায়৷ একই পথে হাঁটলেন আপ প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও৷  শুক্রবার  রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ গতকালই সুরাত আদালত ২০১৯ সালের এর একটি মানহানির মামলায় রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ড দেয় সুরাতের আদালত ৷ তারই জেরে শুক্রবার রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের নির্দেশ দেন লোকসভার স্পিকার ওম বিড়লা৷
advertisement
২০১৩ সালে সুপ্রিম কোর্টে লিলি থমাস বনাম ইউনিয়ন ব্যাঙ্কের মামলায় সুপ্রিম কোর্ট জনপ্রতিনিধি আইনের একটি অনুচ্ছেদকে বাতিল করে দেয়৷ ওই আইন বলে, সাজাপ্রাপ্ত হলেও নব্বই দিনের মধ্যে আদালতের নির্দেশের বিরুদ্ধে আবেদন করলে জনপ্রতিনিধি থাকা যেত৷ সেই ক্ষমতাই প্রত্যাহার করে সুপ্রিম কোর্ট৷
advertisement
ওই বছরই সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে অধ্যাদেশ পাস করে মনমোহন সিং সরকার৷ যদিও একটি সাংবাদিক বৈঠকে এই অধ্যাদেশকেই ছিঁড়ে ফেলে দিয়েছিলেন রাহুল গান্ধি৷ কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের জারি করা অধ্যাদেশকেই নাকচ করেছিলেন তিনি৷ আর এখন সেই আইনের প্যাঁচে পড়েই তাঁর সাংসদ পদ খারিজ হওয়ায় মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস৷ ২০১৩ সালে সেই সময় রাহুলের সুরে সুর মিলিয়ে কেজরীওয়ালও দাবি করেছিলেন, সাজাপ্রাপ্ত সাংসদদের অবিলম্বে লোকসভা এবং রাজ্যসভার সদস্যপদ খারিজ হওয়া উচিত৷ এখন অবশ্য তিনি বলছেন, মোদি সরকার ভয় পেয়ে গিয়েই রাহুলের সাংসদ পদ খারিজ করল৷ ফলে রাহুলের শাস্তিতে কংগ্রেস তো বটেই, নিজেদের অবস্থান বদলে ফেলল আম আদমি পার্টিও৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi Disqualified as MP: একা কংগ্রেস নয়, রাহুলের সাংসদ পদ বাতিল হতেই বদলে গেল কেজরীওয়ালের অবস্থানও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement