বিতর্ককে সঙ্গী করেই আজ 'কর্তব্যপথ'-এ চলা শুরু, নেতাজির মূর্তি উদ্বোধন নিয়েও প্রশ্ন

Last Updated:

Central Vista: দীর্ঘ ২০ মাস পর সংসদ ভবন সংলগ্ন বিজয় চক থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘ রাজপথ খুলতে চলেছে।

আজ 'কর্তব্যপথ'-এর উদ্বোধন
আজ 'কর্তব্যপথ'-এর উদ্বোধন
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: রাজপথের নাম বদল করে "কর্তব্যপথ"-এ ছাড়পত্র দিল দিল্লি পুরনিগম।  বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলেছে নব কলবরে রাজপথ। দীর্ঘ ২০ মাস পর সংসদ ভবন সংলগ্ন বিজয় চক থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘ রাজপথ খুলতে চলেছে। নতুন সাজে সেজে উঠেছে রাজপথ তথা কর্তব্য পথ।
আমজনতার জন্য ৩.৯ লক্ষ বর্গমিটার সবুজ ক্ষেত্র তৈরি করা হয়েছে। মোট সাড়ে ১৬ কিলোমিটার ঝকঝকে রাস্তা নতুন করে তৈরি করা হয়েছে, সাধারণ মানুষের চলাফেরার জন্য। কর্তব্যপথের দুদিকে থাকবে চল্লিশটি করে ভেন্ডর। ২৪ ঘন্টার পার্কিং এলাকায় ১২০০ গাড়ি এবং ৪০ টি বাসপাত করার বন্দোবস্ত থাকছে। আজ সন্ধ্যা সাতটায় কর্তব্য পথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
advertisement
তবে আমজনতার জন্য কর্তব্য পথ খোলা হবে ৯  সেপ্টেম্বর। নতুন চেহারার রাজপথে অর্থাৎ কর্তব্য পথে পাঁচটি ভেন্ডিং তৈরি করা হয়েছে। কর্তব্য পথের পাশাপাশি ইন্ডিয়া গেটে গ্রানাইডে তৈরি করা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করা হবে। এদিকে নেতাজীর মূর্তি উন্মোচন অনুষ্ঠান নিয়ে ক্ষুণ্ন নেতাজি কন্যা অনিতা বসু পাফ।
advertisement
তিনি নিউজ 18 বাংলা-কে বলেন, "গত ৩ সেপ্টেম্বর আমাকে এবং অন্যান্যদের অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ করা হয়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আমন্ত্রণ জানায়। ২৯ অগাস্ট একই ঘটনা ঘটায় আমি সতর্ক ছিলাম। সেপ্টেম্বরের দুই তিন তারিখ পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না। আগামীকালের অনুষ্ঠানে তেমনভাবে কেউ থাকবেন না। আমি যতটা জানি অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী মোদি থাকবেন এবং আমি দূর থেকে শুধুমাত্র তাঁকে দেখতে পাবো।"  অনিতা জানিয়েছেন, আয়োজন নিয়ে তিনি মোটেই খুশি নন। তবে মূর্তি নিয়ে তিনি সন্তুষ্ট। তিনি বলেন, "৮ সেপ্টেম্বর তারিখের সঙ্গে নেতাজির কোনও সম্পর্ক নেই। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন অথবা আজাদ হিন্দ বাহিনীর গঠনের দিন ২১  অক্টোবর এই মূর্তি বসানো উচিত ছিল।"
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিতর্ককে সঙ্গী করেই আজ 'কর্তব্যপথ'-এ চলা শুরু, নেতাজির মূর্তি উদ্বোধন নিয়েও প্রশ্ন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement