খুনের মোটিভ ভাবাচ্ছে তদন্তকারীদের, বাগুইহাটি জোড়া খুনে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

Last Updated:

Baguiati Double Murder: বাগুইহাটির অপহরণ করে খুন ,শুধু কি টাকার জন্য? নাকি এর পেছনে অন্য কোনও শত্রুতা?

কেন এমন ঘটনা, তদন্তে সিআইডি
কেন এমন ঘটনা, তদন্তে সিআইডি
#কলকাতা: দুই কিশোর খুন হল। তা নিয়ে প্রশ্ন অগাধ। বাগুইহাটির ওই ঘটনায় ধৃত অভিজিৎ বসু দাবি করে, ওই দুজনকে ২২ অগাস্ট বাসন্তী হাই ওয়েতেই গাড়ির ভেতরেই শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। বাড়ির লোক ২৪ তারিখ বাগুইহাটি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জানায়। এটা যে শুধু খুনের জন্যই নিয়ে গিয়েছিল, সেটা পরিষ্কার।
অপহরণের ইতিহাস বলছে, আর্থিক ভাবে মুক্তিপণের জন্য অপহরণ হলে, সাধারণত অফিস শুরু হওয়ার আগেই হয়। বা তার কিছু সময় পরে অবধি হয়। কিন্তু ব্যাংক চলার পরে যত অপহরণ হয়েছে, তার মধ্যে শিরোভাগ সম্পত্তিগত, সম্পর্কের অবনতি জন্যই, বা টাকা লেনদেনের বিষয়ে পরিচিতদের মধ্যে অপহরণ হয়েছে।
advertisement
advertisement
সেই প্রায় প্রত্যেকটি অপহরণে অপহৃতদের ঘনিষ্ঠ জনেদের যোগ থেকেছে।এক্ষেত্রে তাই ছিল বলে গোয়েন্দাদের ধারণা ।  অপহরণ করে খুনের জন্য সবসময় একজন পেশাদার মানুষের দরকার হয়।সেই পেশাদার অনেক সময়, অতিরিক্ত টাকা পাওয়ার জন্য এই ধরনের টাকা দাবি করে থাকে।অন্যদিকে ফোনে পরিবারকে ব্যস্ত রাখা এবং তাদের সন্তান বেঁচে আছে সেটা বোঝাবার জন্যই এই ধরনের ফোন করে থাকতে পারে। যাতে দেহ অতি পচন হয়। সহজে চেনা না যায়।
advertisement
অপরাধের পর মূল অপরাধী সত্যেন্দ্র চৌধুরী গা ঢাকা দিয়েছিল।সে এই অপরাধ করবে বলে জানত।অপরাধ করে পালাবে সেটাও স্থির করে রেখেছিল। তবে খুনের কারণ কী?এটাই বড় প্রশ্নের। সত্যেন্দ্রর বাইকের পঞ্চাশ হাজার টাকা নিয়ে ফেরৎ দেওয়ার ক্ষমতা ছিল। শুধু পঞ্চাশ হাজার টাকার জন্য যে খুন করবে না। সেটা পরিষ্কার স্থানীয়দের অনেকের কাছেই।
advertisement
তবে ২৪ তারিখ থানায় অভিযোগ হওয়ার পরও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ।সেই অবহেলার দায়ে বাগুইহাটি থানার ওসি ,তদন্তকারী অফিসার সাসপেন্ড হয়েছেন। ইতিমধ্যে সিআইডি তদন্তের ভার নিয়েছে। সিআইডির তরফ থেকে দাবি করা হয়, সত্যেন্দ্র ও আর এক অপরাধী খুব শীঘ্রই গ্রেফতার হবে। খুনের কারণ হিসাবে একটা দিক বারে বারে উঠে আসছে। ২০১৫ সালে একটি গন্ডগোল হয়েছিল বলে খবর। সেই গন্ডগোলের কারণেই এতদিন পর এই ঘটনা কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
খুনের মোটিভ ভাবাচ্ছে তদন্তকারীদের, বাগুইহাটি জোড়া খুনে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement