গরম থেকে রেহাই দিতে এবার বৃষ্টি জেলায় জেলায়, সঙ্গে ঝোড়ো হাওয়া! এবার ভাসবে পুজোও!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Weather: এই মুহূর্তে ঝার্সিকোটা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে মৌসুমী বায়ু। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে সেপ্টেম্বরের ১ তারিখ থেকেই। বাংলা জুড়ে হইহই রব, পুজোমণ্ডপে এখন জোর প্রস্তুতি। প্রতিমা শিল্পীরাও মন দিয়েছেন শেষ মুহূর্তের কাজে। কিন্তু, আলিপুর আবহাওয়া অফিস যা বলছে, সেই পূর্বাভাস অবশ্য শিল্পী বা পুজোর দোকানীদের পক্ষে খুব-একটা অনুকূল নয়।
advertisement
এই মুহূর্তে ঝার্সিকোটা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে মৌসুমী বায়ু। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আবহাওয়াবিদরা মনে করছেন, আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্তটি একটি নিম্নচাপে পরিণত হবে। এর ফলে আজ, বৃহস্পতিবার সহ আগামী ২ দিন অর্থাৎ, সেপ্টেম্বর মাসের ৮, ৯ তারিখ টানা দুদিন যেমন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হচ্ছে, তেমনই বৃষ্টিপাত চলবে।
advertisement
শুক্র, শনি, রবি বাড়বে বৃষ্টিপাত। শনিবার মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী দুই জেলা- দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। পাশাপাশি ঘণ্টায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। অপরদিকে, পশ্চিম মেদিনীপুরেও হতে পারে ভারী বৃষ্টিপাত।
advertisement
তবে, রবিবার বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ১২ এবং ১৩ সেপ্টেম্বরও প্রভাব থাকবে নিম্নচাপের। পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে। যদিও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার কথা জানিয়েছে হাওয়া অফিস।
advertisement