Operation Sindoor: রাতেই প্রত্যাঘাত ভারতীয় সেনার, পাকিস্তান ও PoK-র একাধিক জঙ্গিঘাঁটি লক্ষ্য করে আক্রমণ, রাতভর ‘অপারেশন সিঁদুর’ পর্যবেক্ষণ প্রধানমন্ত্রী মোদির
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
PM Modi Monitored As India Launches Operation Sindoor: সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী দিল্লি থেকে গোটা অপারেশনের রিয়েল-টাইম আপডেট পর্যবেক্ষণ করেছেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে বাহাওয়ালপুরে জৈশ-ই-মহম্মদ (জেইএম) এবং মুরিদকে লস্কর-ই-তৈবা (এলইটি)-এর সদর দফতর-সহ ৯টি নির্দিষ্ট জঙ্গি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
নয়াদিল্লি: পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় বাহিনী। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিল ভারত ৷ মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং PoK-র বিভিন্ন জায়গা টার্গেট করে মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনা ৷ যার নাম ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতভর নিবিড়ভাবে গোটা অপারেশন পর্যবেক্ষণ করেছেন, যেখানে ভারতীয় সেনা পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওকে) ৯টি জঙ্গি লঞ্চপ্যাডে মিসাইল হামলা চালায়। সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী দিল্লি থেকে গোটা অপারেশনের রিয়েল-টাইম আপডেট পর্যবেক্ষণ করেছেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে বাহাওয়ালপুরে জৈশ-ই-মহম্মদ (জেইএম) এবং মুরিদকেতে লস্কর-ই-তৈবা (এলইটি)-এর সদর দফতর-সহ ৯টি নির্দিষ্ট জঙ্গি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
আজ, বুধবার এই অভিযান তথা প্রিসিশন স্ট্রাইকের বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক রাতে জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর হামলার পরে এক্স হ্যান্ডলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘ভারত মাতা কী জয়!’ ভারতের দূতাবাস জানিয়েছে পাকিস্তানে ভারতের হামলার পরেই ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল, আমেরিকার উপদেষ্টা এবং রাষ্ট্রসচিব মার্কো রুবিয়োর সঙ্গে এই বিষয়ে কথা বলবে।
advertisement
advertisement
মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে যে, পাকিস্তানে এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে। সূত্রের মতে, প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রতিরক্ষা বাহিনীর প্রধান, প্রবীণ গোয়েন্দা কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছ থেকে নিয়মিত ব্রিফিং গ্রহণ করেছেন। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে একাধিকবার যোগাযোগ হয়েছে তাঁর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 5:57 AM IST