Photo Journalist killed: ভয়ঙ্কর কাণ্ড, ফটো জার্নালিস্টের মাথায় লোহার রড দিয়ে আঘাত প্রতিবেশীর! ঘটনাস্থলেই মৃত্যু
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Photo Journalist killed বিহারের পূর্ণিয়ার জেলায় এক প্রতিবেশীর হাতে লোহার রডের আঘাতে স্থানীয় হিন্দি দৈনিকের এক ফটো-সাংবাদিক নিহত হয়েছেন। বিস্তারিত জানুন...
পূর্ণিয়া: বিহারে ভয়ঙ্কর ঘটনা৷ প্রতিবেশীর হাতে প্রাণ গেল এক ফটো জার্নালিস্টের৷ পুরো ঘটনা জানলে অবাক হয়ে যাবে সবাই৷
নিহত নীলাম্বর যাদব পূর্ণিয়ার কে হাট থানা এলাকার নিউ সিপাহী টোলার বাসিন্দা ছিলেন। ঘটনার রাতে প্রতিবেশী নিশান্ত যাদব এবং তার স্ত্রী ভবানী কুমারীর মধ্যে ঝগড়া চলছিল। নিশান্তের বাবা নীরজ যাদব নীলাম্বরকে ঝগড়া থামানোর জন্য তাদের বাড়িতে ডেকে নিয়ে যান। নীলাম্বর সেখানে পৌঁছালে, নিশান্ত এবং প্রমোদ যাদব তাকে আক্রমণ করে। নিশান্ত লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে।
advertisement
advertisement
নিহতের ছোট ভাই পিতাম্বর জানিয়েছেন, “আমার ভাইয়ের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে ছিল। প্রতিবাদ করতে গেলে আমাকেও আক্রমণ করা হয়।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিশান্ত এবং তার পরিবারের অপরাধমূলক পটভূমি রয়েছে। পাঁচ বছর আগে নিশান্ত সোনাপুর পঞ্চায়েতের প্রধান পাপ্পু যাদবকে গুলি করে হত্যা করে এবং শাস্তি ভোগ করে এক বছর আগে মুক্তি পেয়েছে। নিশান্তের বাবা নীরজ যাদব তার স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত।
advertisement
পূর্ণিয়ার পুলিশ সুপার কার্তিকেয় শর্মা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নিশান্ত, তার বাবা নীরজ, স্ত্রী ভবানী, এবং দুই বোন রিচা ও স্বাতী যাদব দেয়াল টপকে পালিয়ে যায়। পুলিশ প্রমোদ যাদবকে গ্রেপ্তার করেছে, তবে নিশান্ত এবং তার পরিবারের অন্য সদস্যরা এখনো পলাতক।
advertisement
পূর্ণিয়ার সংসদ সদস্য পাপ্পু যাদব সোশ্যাল মিডিয়ায় নিহত সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। প্রাক্তন সাংসদ সন্তোষ কুশওয়াহা এবং বিজেপি জেলা সভাপতি রাকেশ কুমার নিহতের বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 28, 2024 10:51 PM IST