Accident: মর্মান্তিক দুর্ঘটনা! অভিনেত্রীর দ্রুত গতির গাড়ি পিষে দিল দুই শ্রমিককে, একজনের মৃত্যু

Last Updated:

Accident: কোঠারের গাড়িটি মুম্বাইয়ের Kandivali-তে মেট্রো রেলের কাজে নিয়োজিত দুই শ্রমিককে ধাক্কা মারে, যার ফলে এক শ্রমিকের মৃত্যু হয়। অভিনেত্রী এবং তার ড্রাইভারও আহত হয়েছেন।

মর্মান্তিক দুর্ঘটনা! অভিনেত্রীর দ্রুত গতির গাড়ি পিষে দিল দুই শ্রমিককে, একজনের মৃত্যু
মর্মান্তিক দুর্ঘটনা! অভিনেত্রীর দ্রুত গতির গাড়ি পিষে দিল দুই শ্রমিককে, একজনের মৃত্যু
মুম্বই: একটি চূড়ান্ত দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে মুম্বইয়ে৷ মারাঠি অভিনেত্রী উর্মিলা কোঠারির গাড়ি মুম্বইয়ের কান্দিভালি এলাকায় দুই শ্রমিকের উপর চলে যায়৷ যার ফলে একজন মারা যান এবং অপরজন গুরুতর আহত হন। অভিনেত্রী এবং তার ড্রাইভারও দুর্ঘটনায় আহত হয়েছেন।
এটি ঘটে যখন কোঠারি শুটিং শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়িটি উচ্চ গতিতে চলছিল এবং ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ একটু দূরেই মেট্রো রেলের কাজ চলছিল৷  গাড়িটি এরপর দ্রুত গতিতে মেট্রো রেল প্রকল্পে কাজ করা শ্রমিকদের ওপর চলে যায়। সেখানেই দুর্ঘটনার শিকার হন ওই দুই শ্রমিক৷
advertisement
advertisement
“কোঠারির গাড়িটি রাত ১২টার কিছু পর ক্যান্ডিভালি পূর্বের পইসার মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় মেট্রো রেল কাজের সঙ্গে যুক্ত দুই শ্রমিককে ধাক্কা মারে। এক শ্রমিকের মৃত্যু হয়, অন্যজন গুরুতর আহত হন। অভিনেত্রী এবং তার ড্রাইভারও আহত হন, তবে এয়ারব্যাগ খুলে যাওয়ার ফলে তারা গুরুতর আঘাত থেকে বাঁচেন” এমনটাই জানানো হয়েছে পুলিশের৷
advertisement
গাড়ি চালক বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে, তিনি যোগ করেন। অভিনেত্রীর গাড়িটিও দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি সামান্য আঘাত নিয়ে বেঁচে যান। কোঠারে “দুনিয়াদারি” মারাঠি এবং “থ্যাঙ্ক গড” হিন্দি সিনেমাগুলিতে অভিনয় করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Accident: মর্মান্তিক দুর্ঘটনা! অভিনেত্রীর দ্রুত গতির গাড়ি পিষে দিল দুই শ্রমিককে, একজনের মৃত্যু
Next Article
advertisement
‘অরুণাচল চিনের অংশ'! সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হল ভারতীয় মহিলাকে! তাঁর পাসপোর্ট 'অবৈধ' ঘোষণা করল কর্তৃপক্ষ
‘অরুণাচল চিনের অংশ'! সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হল ভারতীয় মহিলাকে! পাসপোর্ট 'অবৈধ'
  • এক ভারতীয় মহিলাকে সাংহাই বিমানবন্দরে ১৮ ঘণ্টা আটকে রাখা হয়, কারণ তাঁর পাসপোর্টকে অবৈধ বলা হয়.

  • চিনা কর্তৃপক্ষ দাবি করে, মহিলার জন্মস্থান অরুণাচল প্রদেশ চিনের ভূখণ্ড, তাই তাঁর পাসপোর্ট গ্রহণযোগ্য নয়.

  • মহিলা অভিযোগ করেন, তাঁকে নতুন টিকিট কিনতে বাধ্য করা হয় এবং ভারতীয় কনসুলেটের সহায়তায় তিনি শহর ছাড়েন.

VIEW MORE
advertisement
advertisement