Petrol Diesel Price Reduced Today: প্রায় ১০ টাকা কমল পেট্রোলের দাম! কলকাতা ও আপনার শহরে কত হল পেট্রোল ডিজেলের দাম?
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Petrol And Diesel Price Today in Kolkata, কলকাতায় রবিবার পেট্রোলের দাম ১১৫.১২ টাকা থেকে কমে হবে ১০৫.৬২ টাকা। কলকাতায় ডিজেলের দাম কমে হবে ৯২.৮৩ টাকা প্রতি লিটার।
#নয়াদিল্লি: পেট্রোল এবং ডিজেলের উপর শুল্ক কমাল কেন্দ্রীয় সরকার। যার ফলে জ্বালানির দাম কমে স্বস্তি পাবেন সাধারণ মানুষ। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শনিবার পেট্রোলে প্রতি লিটারে ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ৬ টাকা কমানোর কথা ঘোষণা করেন। এপ্রিলে মূদ্রাস্ফীতি গত আট বছরে সর্বোচ্চে পৌঁছনোর এক মাস পরে এই পদক্ষেপ। ২০২০ সালে শুল্ক বৃদ্ধির ফলে পেট্রোলের উপর কেন্দ্রীয় কর বেড়ে হয় সর্বোচ্চ ৩২.৯ টাকা প্রতি লিটার এবং ডিজেলের কর বেড়ে হয় ৩১.৮ টাকা প্রতি লিটার। শনিবারের শুল্ক হ্রাসের ফলে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯.৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৭ টাকা কমবে।
মুম্বইতে শনিবার প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ১২০.৫১ টাকা, ডিজেলের দাম ছিল ১০৪.৭৭ টাকা। রবিবার থেকে, মুম্বইতে পেট্রোলের দাম হবে প্রতি লিটারে ১১১.০১ টাকা, ডিজেলের দাম হবে ৯৭.৭৭ টাকা প্রতি লিটার।
advertisement
দিল্লিতে পেট্রোলের দাম হবে প্রতি লিটারে ৯৫.৯১ টাকা এবং ডিজেলের দাম হবে ৮৯.৬৭ টাকা।
advertisement
কলকাতায় রবিবার পেট্রোলের দাম ১১৫.১২ টাকা থেকে কমে হবে ১০৫.৬২ টাকা। কলকাতায় ডিজেলের দাম কমে হবে ৯২.৮৩ টাকা প্রতি লিটার।
চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে হবে ১০১.৩৫ টাকা, ডিজেলের দাম ১০০.৯৪ থেকে কমে প্রতি লিটারে ৯৩.৯৪ টাকা হবে। প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল এবং ডিজেলের দাম আপডেট করা হয়। রবিবার সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকরী হয়েছে।
advertisement
শহর ও মহানগর | পেট্রোলের দাম প্রতি লিটারে | ডিজেলের দাম প্রতি লিটারে |
দিল্লি | ৯৬.৭২ টাকা | ৮৯.৬২ টাকা |
মুম্বই | ১১১.৩৫ টাকা | ৯৭.২৮ টাকা |
কলকাতা | ১০৬.০৩ টাকা | ৯২.৭৬ টাকা |
চেন্নাই | ১০২.৬৩ টাকা | ৯৪.২৪ টাকা |
লখনউ | ৯৬.৫৭ টাকা | ৮৯.৭৬ টাকা |
গুয়াহাটি | ৯৬.০১ টাকা | ৮৩.৯৪ টাকা |
হায়দরাবাদ | ১০৯.৬৬ টাকা | ৯৭.৮২ টাকা |
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 22, 2022 8:45 AM IST