Petrol Diesel Price Reduced Today: প্রায় ১০ টাকা কমল পেট্রোলের দাম! কলকাতা ও আপনার শহরে কত হল পেট্রোল ডিজেলের দাম?

Last Updated:

Petrol And Diesel Price Today in Kolkata, কলকাতায় রবিবার পেট্রোলের দাম ১১৫.১২ টাকা থেকে কমে হবে ১০৫.৬২ টাকা। কলকাতায় ডিজেলের দাম কমে হবে ৯২.৮৩ টাকা প্রতি লিটার।

Petrol Diesel Price Reduced
Petrol Diesel Price Reduced
#নয়াদিল্লি: পেট্রোল এবং ডিজেলের উপর শুল্ক কমাল কেন্দ্রীয় সরকার। যার ফলে জ্বালানির দাম কমে স্বস্তি পাবেন সাধারণ মানুষ। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শনিবার পেট্রোলে প্রতি লিটারে ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ৬ টাকা কমানোর কথা ঘোষণা করেন। এপ্রিলে মূদ্রাস্ফীতি গত আট বছরে সর্বোচ্চে পৌঁছনোর এক মাস পরে এই পদক্ষেপ। ২০২০ সালে শুল্ক বৃদ্ধির ফলে পেট্রোলের উপর কেন্দ্রীয় কর বেড়ে হয় সর্বোচ্চ ৩২.৯ টাকা প্রতি লিটার এবং ডিজেলের কর বেড়ে হয় ৩১.৮ টাকা প্রতি লিটার। শনিবারের শুল্ক হ্রাসের ফলে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯.৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৭ টাকা কমবে।
মুম্বইতে শনিবার প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ১২০.৫১ টাকা, ডিজেলের দাম ছিল ১০৪.৭৭ টাকা। রবিবার থেকে, মুম্বইতে পেট্রোলের দাম হবে প্রতি লিটারে ১১১.০১ টাকা, ডিজেলের দাম হবে ৯৭.৭৭ টাকা প্রতি লিটার।
advertisement
দিল্লিতে পেট্রোলের দাম হবে প্রতি লিটারে ৯৫.৯১ টাকা এবং ডিজেলের দাম হবে ৮৯.৬৭ টাকা।
advertisement
কলকাতায় রবিবার পেট্রোলের দাম ১১৫.১২ টাকা থেকে কমে হবে ১০৫.৬২ টাকা। কলকাতায় ডিজেলের দাম কমে হবে ৯২.৮৩ টাকা প্রতি লিটার।
চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে হবে ১০১.৩৫ টাকা, ডিজেলের দাম ১০০.৯৪ থেকে কমে প্রতি লিটারে ৯৩.৯৪ টাকা হবে। প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল এবং ডিজেলের দাম আপডেট করা হয়। রবিবার সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকরী হয়েছে।
advertisement
শহর ও মহানগরপেট্রোলের দাম প্রতি লিটারেডিজেলের দাম প্রতি লিটারে
দিল্লি৯৬.৭২ টাকা৮৯.৬২ টাকা
মুম্বই১১১.৩৫ টাকা৯৭.২৮ টাকা
কলকাতা১০৬.০৩ টাকা৯২.৭৬ টাকা
চেন্নাই১০২.৬৩ টাকা৯৪.২৪ টাকা
লখনউ৯৬.৫৭ টাকা৮৯.৭৬ টাকা
গুয়াহাটি৯৬.০১ টাকা৮৩.৯৪ টাকা
হায়দরাবাদ১০৯.৬৬ টাকা৯৭.৮২ টাকা
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Petrol Diesel Price Reduced Today: প্রায় ১০ টাকা কমল পেট্রোলের দাম! কলকাতা ও আপনার শহরে কত হল পেট্রোল ডিজেলের দাম?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement