Modi On Petrol Diesel Price Cut: "জনগণের কথাই সবার আগে ভাবি": পেট্রোল ডিজেলের দাম কমার পর মন্তব্য প্রধানমন্ত্রী মোদির
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Petrol Diesel Price Reduced: জ্বালানি তেলের শুল্ক হ্রাসের ফলে পেট্রোলের দাম প্রতি লিটারে কমবে ৯.৫ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে কমবে ৭ টাকা।
#নয়াদিল্লি: জনগণের ভাবনাই সবার আগে! শনিবারই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জ্বালানির দামে উল্লেখযোগ্য হ্রাসের কথা ঘোষণা করেছেন। আর তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন জনগণই তাঁর সরকারের প্রথম অগ্রাধিকার। শনিবার সরকার পেট্রোলের উপর শুল্ক লিটার প্রতি ৮ টাকা এবং ডিজেলের উপর লিটার প্রতি ৬ টাকা কমিয়েছে। বেশ কয়েক মাস ধরেই পেট্রোল ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে নাভিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের। পাল্লা দিয়ে বেড়ে যায় খাদ্যদ্রব্য সহ নানান অত্যাবশ্যকীয় জিনিসের দামও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করেছেন, “আমাদের জন্য সর্বদা জনগণই সবার আগে! আজকের সিদ্ধান্ত, বিশেষ করে পেট্রোল এবং ডিজেলের দামের উল্লেখযোগ্য হ্রাস সম্পর্কিত সিদ্ধান্তগুলি বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচকভাবে প্রভাব ফেলবে, আমাদের নাগরিকদের স্বস্তি দেবে এবং জীবন আরও সহজ করে তুলবে।”
advertisement
advertisement
It is always people first for us! Today’s decisions, especially the one relating to a significant drop in petrol and diesel prices will positively impact various sectors, provide relief to our citizens and further ‘Ease of Living.’ https://t.co/n0y5kiiJOh
— Narendra Modi (@narendramodi) May 21, 2022
advertisement
উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেছিলেন। “উজ্জ্বলা যোজনা কোটি কোটি ভারতীয়কে সাহায্য করেছে, বিশেষ করে মহিলাদের। উজ্জ্বলা ভর্তুকি নিয়ে আজকের সিদ্ধান্ত পারিবারিক বাজেটকে অনেক সহজ করবে,” বলেন নরেন্দ্র মোদি।
advertisement
জ্বালানি তেলের শুল্ক হ্রাসের ফলে পেট্রোলের দাম প্রতি লিটারে কমবে ৯.৫ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে কমবে ৭ টাকা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 22, 2022 8:02 AM IST