Nirmala Sitharaman: পালাবদল হচ্ছে? বাজেট পড়তে গিয়ে মুখ ফস্কে এ কী বললেন নির্মলা, সংসদে হাসির রোল

Last Updated:

নিজের ভুল বুঝতে পেরেই অবশ্য ততক্ষণাৎ থেমে যান নির্মলা৷ ততক্ষণে শাসক- বিরোধী দুই শিবিরের সাংসদরাই হাসিতে ফেটে পড়েছেন৷

বাজেট ভাষণে মুখ ফস্কালেন নির্মলা।
বাজেট ভাষণে মুখ ফস্কালেন নির্মলা।
নয়াদিল্লি: ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। যে বাজেটের উপর ভর করেই আগামী বছর ভোটে জিতে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে মোদি সরকার৷ ৮৭ মিনিটের বাজেট বক্তৃতায় বলিষ্ঠ ভাবে সরকারের সাফল্য, পরিকল্পনা, বাজেট বরাদ্দ সবই তুলে ধরেছেন সুবক্তা নির্মলা সীতারমণ৷ কিন্তু একবারের জন্যই মুখ ফস্কালেন তিনি৷ যা শুনে হাসির রোল উঠল সংসদ জুড়ে৷ মুখ ফস্কে নির্মলা অবশ্য যা বললেন, তাতে বিজেপি নেতাদের মনে কু ডাকতেই পারে!
এ দিন বাজেট বক্তৃার সময় দূষণ ছড়ানো পুরনো যানবাহন বদলের কথা বলছিলেন নির্মলা সীতারমণ৷ ইংরেজিতেই বাজেট বক্তৃতী রাখছিলেন অর্থমন্ত্রী৷ সরকারের হাতে এই ধরনের যে পুরনো যানবাহন রয়েছে, সেগুলি নষ্ট করতে তিনি যে বাজেটে যথাযথ বরাদ্দ রেখেছেন, সেটাই বলতে চাইছিলেন নির্মলা। পুরনো গাড়ি বদলের কথা বলতে গিয়েই 'ওল্ড পলিউটিং' -এর বদলে 'ওল্ড পলিটিক্যাল' বলে ফেলেন নির্মলা৷ যার বাংলা করলে দাঁড়ায় রাজনৈতিক পালাবদল!
advertisement
advertisement
নিজের ভুল বুঝতে পেরেই অবশ্য ততক্ষণাৎ থেমে যান নির্মলা৷ ততক্ষণে শাসক- বিরোধী দুই শিবিরের সাংসদরাই হাসিতে ফেটে পড়েছেন৷ কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়িকেও হাসতে দেখা যায়৷ আগামী বছর লোকসভা নির্বাচন৷ তার আগে ভুল বশতই নির্মলার মুখে রাজনৈতিক পালাবদলের কথা শুনে খোঁচা দিতে ছাড়েননি বিরোধীরাও৷ বিরোধী শিবির থেকে ঠাট্টাচ্ছলে কেউ কেউ বলেও ফেলেন, 'তবে কি পালাবদলই হচ্ছে?'
advertisement
নিজের ভুলে হেসে ফেলেন অর্থমন্ত্রীও৷ পুনরায় নিজের বক্তব্য স্পষ্ট করে বলেন, ওল্ড পলিউটিং ভেহিকেল বলতে চেয়েছিলেন তিনি৷ দ্বিতীয়বার বলার সময় 'পলিউটিং' কথাটির উপরে বিশেষ জোর দিতেও দেখা যায় অর্থমন্ত্রীকে৷
advertisement
এই বিভ্রাট বাদ দিলে এ দিন মসৃণ ভাবেই বাজেট পেশ করেছেন নির্মলা৷ এই নিয়ে টানা পাঁচ বার বাজেট পেশ করলেন তিনি৷ এবারের বাজেটকে 'সপ্তঋষি' বলে অভিহিত করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
বাংলা খবর/ খবর/দেশ/
Nirmala Sitharaman: পালাবদল হচ্ছে? বাজেট পড়তে গিয়ে মুখ ফস্কে এ কী বললেন নির্মলা, সংসদে হাসির রোল
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement