Nirmala Sitharaman: পালাবদল হচ্ছে? বাজেট পড়তে গিয়ে মুখ ফস্কে এ কী বললেন নির্মলা, সংসদে হাসির রোল

Last Updated:

নিজের ভুল বুঝতে পেরেই অবশ্য ততক্ষণাৎ থেমে যান নির্মলা৷ ততক্ষণে শাসক- বিরোধী দুই শিবিরের সাংসদরাই হাসিতে ফেটে পড়েছেন৷

বাজেট ভাষণে মুখ ফস্কালেন নির্মলা।
বাজেট ভাষণে মুখ ফস্কালেন নির্মলা।
নয়াদিল্লি: ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। যে বাজেটের উপর ভর করেই আগামী বছর ভোটে জিতে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে মোদি সরকার৷ ৮৭ মিনিটের বাজেট বক্তৃতায় বলিষ্ঠ ভাবে সরকারের সাফল্য, পরিকল্পনা, বাজেট বরাদ্দ সবই তুলে ধরেছেন সুবক্তা নির্মলা সীতারমণ৷ কিন্তু একবারের জন্যই মুখ ফস্কালেন তিনি৷ যা শুনে হাসির রোল উঠল সংসদ জুড়ে৷ মুখ ফস্কে নির্মলা অবশ্য যা বললেন, তাতে বিজেপি নেতাদের মনে কু ডাকতেই পারে!
এ দিন বাজেট বক্তৃার সময় দূষণ ছড়ানো পুরনো যানবাহন বদলের কথা বলছিলেন নির্মলা সীতারমণ৷ ইংরেজিতেই বাজেট বক্তৃতী রাখছিলেন অর্থমন্ত্রী৷ সরকারের হাতে এই ধরনের যে পুরনো যানবাহন রয়েছে, সেগুলি নষ্ট করতে তিনি যে বাজেটে যথাযথ বরাদ্দ রেখেছেন, সেটাই বলতে চাইছিলেন নির্মলা। পুরনো গাড়ি বদলের কথা বলতে গিয়েই 'ওল্ড পলিউটিং' -এর বদলে 'ওল্ড পলিটিক্যাল' বলে ফেলেন নির্মলা৷ যার বাংলা করলে দাঁড়ায় রাজনৈতিক পালাবদল!
advertisement
advertisement
নিজের ভুল বুঝতে পেরেই অবশ্য ততক্ষণাৎ থেমে যান নির্মলা৷ ততক্ষণে শাসক- বিরোধী দুই শিবিরের সাংসদরাই হাসিতে ফেটে পড়েছেন৷ কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়িকেও হাসতে দেখা যায়৷ আগামী বছর লোকসভা নির্বাচন৷ তার আগে ভুল বশতই নির্মলার মুখে রাজনৈতিক পালাবদলের কথা শুনে খোঁচা দিতে ছাড়েননি বিরোধীরাও৷ বিরোধী শিবির থেকে ঠাট্টাচ্ছলে কেউ কেউ বলেও ফেলেন, 'তবে কি পালাবদলই হচ্ছে?'
advertisement
নিজের ভুলে হেসে ফেলেন অর্থমন্ত্রীও৷ পুনরায় নিজের বক্তব্য স্পষ্ট করে বলেন, ওল্ড পলিউটিং ভেহিকেল বলতে চেয়েছিলেন তিনি৷ দ্বিতীয়বার বলার সময় 'পলিউটিং' কথাটির উপরে বিশেষ জোর দিতেও দেখা যায় অর্থমন্ত্রীকে৷
advertisement
এই বিভ্রাট বাদ দিলে এ দিন মসৃণ ভাবেই বাজেট পেশ করেছেন নির্মলা৷ এই নিয়ে টানা পাঁচ বার বাজেট পেশ করলেন তিনি৷ এবারের বাজেটকে 'সপ্তঋষি' বলে অভিহিত করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nirmala Sitharaman: পালাবদল হচ্ছে? বাজেট পড়তে গিয়ে মুখ ফস্কে এ কী বললেন নির্মলা, সংসদে হাসির রোল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement