ইনকাম ট্যাক্সে বিপুল ছাড়: নতুন কর কাঠামোয় আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ল। ৭ লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে কর দিতেই হবে না ৷ ৫ লক্ষ থেকে বাড়িয়ে ছাড়ের ঊর্ধ্বসীমা করা হল ৭ লক্ষ ৷ পুরনো কাঠামোয় ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা আয়ে ৫ শতাংশ কর। ৯ থেকে ১২ লক্ষ আয়ে ১৫ শতাংশ কর। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০ শতাংশ কর ধার্য।
সাতটি ক্ষেত্রে বিশেষ জোর৷ তাই ২০২৩-২৪ সালের বাজেটকে সপ্তঋষি বাজেট বলে নামকরণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ সমাজের সবক্ষেত্রের উন্নয়ন, প্রত্যন্ত সীমায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া, পরিকাঠামো উন্নয়ন, প্রকৃত ক্ষমতাকে কাজে লাগানো, পরিবেশ বান্ধব উন্নয়ন, যুব শক্তির বিকাশ এবং আর্থিক ক্ষেত্রে উন্নয়নে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷