Union Budget 2023: নজর এই সাত ক্ষেত্রে, বাজেটের নাম কেন 'সপ্তঋষি' দিলেন নির্মলা?
- Published by:Debamoy Ghosh
Last Updated:
এ দিন বাজেট বক্ততা পেশ করতে গিয়েই নির্মলা সীতারমণ বলেন, মূলত সাতটি বিষয়ে জোর দিয়ে এবারের বাজেট পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার৷
নয়াদিল্লি: সাতটি ক্ষেত্রে বিশেষ জোর৷ তাই ২০২৩-২৪ সালের বাজেটকে সপ্তঋষি বাজেট বলে নামকরণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷
এ দিন বাজেট বক্ততা পেশ করতে গিয়েই নির্মলা সীতারমণ বলেন, মূলত সাতটি বিষয়ে জোর দিয়ে এবারের বাজেট পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার৷ সেই কারণেই এই বাজেটকে সপ্তঋষি বলে নামকরণ করছেন তিনি৷
কিন্তু কোন সাতটি বিষয়ে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার? সেই তালিকা তুলে ধরে নির্মলা সীতারণ বলেন, সমাজের সবক্ষেত্রের উন্নয়ন, প্রত্যন্ত সীমায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া, পরিকাঠামো উন্নয়ন, প্রকৃত ক্ষমতাকে কাজে লাগানো, পরিবেশ বান্ধব উন্নয়ন, যুব শক্তির বিকাশ এবং আর্থিক ক্ষেত্রে উন্নয়নে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ এর পরেই একে একে প্রতিটি ক্ষেত্রের জন্য কী কী পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার, তা তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
advertisement
advertisement
যেহেতু এবারের বাজেটই আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই তা জনমুখী হবে বলেই প্রত্যাশা সব মহলের৷ নির্মলা সীতারমণ অবশ্য দাবি করেছেন, আর্থিক সংস্কারের উপরেই নজর থাকবে কেন্দ্রীয় সরকারের৷ জোর দেওয়া হবে কর্মসংস্থান তৈরির উপরে৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other India
First Published :
February 01, 2023 11:48 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: নজর এই সাত ক্ষেত্রে, বাজেটের নাম কেন 'সপ্তঋষি' দিলেন নির্মলা?