• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • UNION BUDGET 2023 LIVE UPDATES FM NIRMALA SITHARAMAN BUDGET SPEECH LIVE AMRIT KAAL FIRST UNION BUDGET DC
liveLIVE NOW

Union Budget 2023 LIVE: অমৃতকালের বাজেট পেশ, ৭ লক্ষ পর্যন্ত কর ছাড়ের ঘোষণা

এই বাজেট থেকে আমজনতার অনেক প্রত্যাশা রয়েছে। যার মধ্যে অন্যতম হল আয়করের ক্ষেত্রে মৌলিক ছাড়ের সীমা বৃদ্ধি।

  • News18 Bengali
  • | February 01, 2023, 12:23 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 4 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    Feb 1, 2023 12:34 (IST)

    Union Budget 2023 LIVE: ইনকাম ট্যাক্সে বিপুল ছাড় :

    নতুন কর কাঠামোয় আয়কর ছাড়ের ঊর্ধসীমা বাড়ল। ৭ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে দিতে হবে না কর। পুরনো কাঠামোয় ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা আয়ে ৫ শতাংশ কর। ৯ থেকে ১২ লক্ষ আয়ে ১৫ শতাংশ কর। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০ শতাংশ কর।

    Feb 1, 2023 12:30 (IST)

    Union Budget 2023 LIVE: ইনকাম ট্যাক্সে বিপুল ছাড় :

    মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর ৷ ৭ লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে কর দিতেই হবে না ৷ ৫ লক্ষ থেকে বাড়িয়ে করা হল ৭ লক্ষ ৷

    Feb 1, 2023 12:24 (IST)

    Union Budget 2023 LIVE:  কী কী জিনিসের দাম বাড়ল বা কমল ?

    দাম কমল মোবাইল, টিভি, হীরের গয়নার ও খেলনার ৷ 
    কমবে গাড়ির যন্ত্রাংশের দাম, সাইকেলের 
    দাম বাড়ল সিগারেট, সোনা ও প্ল্যাটিনামের

    Feb 1, 2023 12:13 (IST)

    Union Budget 2023 LIVE: 
    মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম চালু। ২ লক্ষ টাকা ২ বছর সঞ্চয়ে সাড়ে সাত লক্ষ শতাংশ সুদ। সিনিয়র সিটিজেনদের সেভিংস স্কিমে সর্বোচ্চ বিনিয়োগ ১৫ লক্ষ থেকে বেড়ে ৩০ লক্ষ টাকা।

    Feb 1, 2023 12:11 (IST)

    Union Budget 2023 LIVE: 
    মহিলা সম্মান বচত পত্রে সুদের হার ৭.৫ শতাংশ ৷ MIS-এ এবার রাখা যাবে বেশি টাকা । সিঙ্গল অ্যাকাউন্টে রাখা যাবে ৪.৫ লক্ষের টাকার বদলে ৯ লক্ষ টাকা ৷ জয়েন্ট অ্যাকাউন্টে রাখা যাবে ৯ লক্ষের বদলে ১৫ লক্ষ টাকা ৷
     

    Feb 1, 2023 12:04 (IST)

    Union Budget 2023 LIVE:  

    আনা হবে পিএম প্রণাম প্রকল্প৷
    গোবর্ধণ প্রকল্পে ৫০০টি নতুন ওয়েস্ট প্ল্যান্ট৷
    প্রিন এনার্জির উপরে জোর ৷

    Feb 1, 2023 12:02 (IST)

    Union Budget 2023 LIVE:  ডিজিটালে মূল পরিচয়পত্র প্যান:

    আর্থিক লেনদেনে ডিজিটাল মাধ্যমে প্যানই হবে মূল পরিচয়পত্র। কেওয়াইসি সিস্টেমের সরলীকরণ। বারবার দিতে হতে হবে না কেওয়াইসি। বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের।

    Feb 1, 2023 12:00 (IST)

    Union Budget 2023 LIVE:  

    ডিজিটাল মাধ্যমে প্রধান পরিচয়পত্র প্যান কার্ড ৷
    আর্থিক লেনদেনেও প্রধান পরিচয়পত্র প্যান কার্ড ৷
    কেওয়াইসি প্রক্রিয়া আরও সহজ করা হবে ৷ 

    Feb 1, 2023 11:58 (IST)

    Union Budget 2023 LIVE:  

    ই-কোর্ট খাতে ৭০০০ কোটি বরাদ্দ ৷ 
    স্বাস্থ্যক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ৷ 
    রাজ্যগুলিকে বিকল্প রাসায়নির ব্যবহারে জোর 
    কিষাণ ক্রেডিট কার্ডে ২০ লক্ষ কোটি টাকার বরাদ্দ ৷
    পরিবেশবান্ধব প্রকল্পে জোর ৷ 

    Feb 1, 2023 11:50 (IST)

    Union Budget 2023 LIVE:  নাগরিকদের জন্য KYC-তে সরলিকরণ ৷ বারবার KYC দেওয়া বন্ধের ব্যবস্থা । প্যান কার্ডেই হবে পরিচয়পত্র ৷  

    আর কিছুক্ষণের অপেক্ষা। অধীর অপেক্ষায় সে-দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশের মানুষ। ১ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ, বুধবারেই সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেট থেকে আমজনতার অনেক প্রত্যাশা রয়েছে। যার মধ্যে অন্যতম হল আয়করের ক্ষেত্রে মৌলিক ছাড়ের সীমা বৃদ্ধি। এর পাশাপাশি স্টার্ট-আপ ইন্ডাস্ট্রির উন্নতির দিকেও তাকিয়ে রয়েছেন দেশবাসী।

    ভারতের প্রধান শহরগুলিতে তাৎপর্যপূর্ণ ভাবে রিয়েল এস্টেটের খরচ বেড়েছে। ফলে আসন্ন বাজেটে গৃহ ঋণগ্রহীতাদের স্বস্তি দেওয়া হতে পারে বলে আশা রয়েছে। স্বাস্থ্য বিমার ক্ষেত্রেও প্রত্যাশা রয়েছে জনসাধারণের। জিএসটি-র হার পুনর্বিবেচনা করা উচিত সরকারের। আমজনতার আশা, সেটা কমিয়ে আরও সাশ্রয়ী করা যেতে পারে। সেই সঙ্গে জ্বালানি এবং সোনার ক্ষেত্রে মধ্যবিত্ত আমজনতা স্বস্তি পাবেন কি না, সেটা নিয়েও রয়েছে প্রশ্ন। এ-ছাড়াও রেল বাজেটে বন্দে ভারত ট্রেনের পাশাপাশি এসি প্যাসেঞ্জার ট্রেনকে আরও সাশ্রয়ী করে তোলা এবং ‘গ্রিন রেল সার্ভিস’-এর উপরেও জোর দেওয়া হতে পারে।