আর কিছুক্ষণের অপেক্ষা। অধীর অপেক্ষায় সে-দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশের মানুষ। ১ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ, বুধবারেই সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেট থেকে আমজনতার অনেক প্রত্যাশা রয়েছে। যার মধ্যে অন্যতম হল আয়করের ক্ষেত্রে মৌলিক ছাড়ের সীমা বৃদ্ধি। এর পাশাপাশি স্টার্ট-আপ ইন্ডাস্ট্রির উন্নতির দিকেও তাকিয়ে রয়েছেন দেশবাসী।
ভারতের প্রধান শহরগুলিতে তাৎপর্যপূর্ণ ভাবে রিয়েল এস্টেটের খরচ বেড়েছে। ফলে আসন্ন বাজেটে গৃহ ঋণগ্রহীতাদের স্বস্তি দেওয়া হতে পারে বলে আশা রয়েছে। স্বাস্থ্য বিমার ক্ষেত্রেও প্রত্যাশা রয়েছে জনসাধারণের। জিএসটি-র হার পুনর্বিবেচনা করা উচিত সরকারের। আমজনতার আশা, সেটা কমিয়ে আরও সাশ্রয়ী করা যেতে পারে। সেই সঙ্গে জ্বালানি এবং সোনার ক্ষেত্রে মধ্যবিত্ত আমজনতা স্বস্তি পাবেন কি না, সেটা নিয়েও রয়েছে প্রশ্ন। এ-ছাড়াও রেল বাজেটে বন্দে ভারত ট্রেনের পাশাপাশি এসি প্যাসেঞ্জার ট্রেনকে আরও সাশ্রয়ী করে তোলা এবং ‘গ্রিন রেল সার্ভিস’-এর উপরেও জোর দেওয়া হতে পারে।