Union Budget 2023: মোদি শাসনের ৯ বছরে ৫ নম্বরে উঠেছে ভারতীয় অর্থনীতি,বাজেটের শুরুতে দাবি নির্মলার
- Published by:Debamoy Ghosh
Last Updated:
২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে এটিই মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।
নয়াদিল্লি: নরেন্দ্র মোদি সরকারের আমলে গত ৯ বছরে বিশ্ব অর্থনীতিতে ১০ থেকে ৫ নম্বরে উঠে এসেছে ভারত। এ দিন বাজেট পেশ করতে গিয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, গোটা ভারত এখন ভারতীয় অর্থনীতির দিকে তাকিয়ে।
২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে এটিই মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। প্রত্যাশিত ভাবেই বাজেট পেশ করতে গিয়ে গত ৯ বছরে মোদি সরকারের সাফল্য গাঁথা তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
advertisement
নির্মলা দাবি করেন, করোনা কালে মোদি সরকারের বিনা পয়সায় রেশনের মতো বিভিন্ন জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প, সফল ভাবে টিকাকরণ কর্মসূচি আর্থিক মন্দার কবল থেকে ভারতকে রক্ষা করতে পেরেছে৷ এই প্রসঙ্গেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, গত ৯ বছরে নরেন্দ্র মোদি সরকারের আমলে ভারতীয় অর্থনীতি গোটা বিশ্ব দশম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে৷
advertisement
কেন্দ্রীয় অর্থমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, করোনা অতিমারির ধাক্কা সামলেও ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশের কাছাকাছি রয়েছে৷ নির্মলা সীতারমণ জানিয়েছেন, আগামী দিনেও অর্থনৈতিক সংস্কারের দিকে নজর থাকবে কেন্দ্রীয় সরকারের৷ এমন প্রকল্প আনা হবে, যার সুফল সমাজের সবস্তরের মানুষ পান৷ যুবসমাজের জন্য তৈরি হয় কর্মসংস্থান৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other India
First Published :
February 01, 2023 11:28 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: মোদি শাসনের ৯ বছরে ৫ নম্বরে উঠেছে ভারতীয় অর্থনীতি,বাজেটের শুরুতে দাবি নির্মলার