Union Budget 2023: মোদি শাসনের ৯ বছরে ৫ নম্বরে উঠেছে ভারতীয় অর্থনীতি,বাজেটের শুরুতে দাবি নির্মলার

Last Updated:

২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে এটিই মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।

বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
নয়াদিল্লি: নরেন্দ্র মোদি সরকারের আমলে গত ৯ বছরে বিশ্ব অর্থনীতিতে ১০ থেকে ৫ নম্বরে উঠে এসেছে ভারত। এ দিন বাজেট পেশ করতে গিয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, গোটা ভারত এখন ভারতীয় অর্থনীতির দিকে তাকিয়ে।
২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে এটিই মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। প্রত্যাশিত ভাবেই বাজেট পেশ করতে গিয়ে গত ৯ বছরে মোদি সরকারের সাফল্য গাঁথা তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
advertisement
নির্মলা দাবি করেন, করোনা কালে মোদি সরকারের বিনা পয়সায় রেশনের মতো বিভিন্ন জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প, সফল ভাবে টিকাকরণ কর্মসূচি আর্থিক মন্দার কবল থেকে ভারতকে রক্ষা করতে পেরেছে৷ এই প্রসঙ্গেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, গত ৯ বছরে নরেন্দ্র মোদি সরকারের আমলে ভারতীয় অর্থনীতি গোটা বিশ্ব দশম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে৷
advertisement
কেন্দ্রীয় অর্থমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, করোনা অতিমারির ধাক্কা সামলেও ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশের কাছাকাছি রয়েছে৷ নির্মলা সীতারমণ জানিয়েছেন, আগামী দিনেও অর্থনৈতিক সংস্কারের দিকে নজর থাকবে কেন্দ্রীয় সরকারের৷ এমন প্রকল্প আনা হবে, যার সুফল সমাজের সবস্তরের মানুষ পান৷ যুবসমাজের জন্য তৈরি হয় কর্মসংস্থান৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: মোদি শাসনের ৯ বছরে ৫ নম্বরে উঠেছে ভারতীয় অর্থনীতি,বাজেটের শুরুতে দাবি নির্মলার
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement