Pakistani Hacker: ফের পাকিস্তানি হ্যাকারদের টার্গেট ভারত! পোস্ট ঘিরে আশঙ্কা একাধিক মিলিটারি ওয়েবসাইট নিয়ে

Last Updated:

বর্তমানে নিষিদ্ধ ওই পাকিস্তানের হ্যাকার গ্রুপ সোশ্যাল মিডিয়ায় আর্মার্ড ভেহিকল নিগম লিমিটেডের ওয়েবপেজের স্ক্রিনশট শেয়ার করেছে৷ পাশাপাশি, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিক হিসাবে দাবি করে একটি নামের তালিকাও তারা প্রকাশ করেছে৷ পোস্টের সঙ্গে লিখেছে, ‘হ্যাকড. তোমাদের নিরাপত্তা একটা ধারণা মাত্র৷ MES ডেটা ওনড’৷

News18
News18
নয়াদিল্লি: জম্মু মিউনিসিপাল কর্পোরেশনের পরে আবারও৷ এবার একাধিক ভারতীয় মিলিটারি ওয়েবসাইটকে টার্গেট করল পাকিস্তানের সাইবার হ্যাকাররা৷ একদিকে যখন রাষ্ট্রপুঞ্জের বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়াতে চাইছে ভারত, ঠিক তখনই ভারতের একাধিক সেনা ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের এক সাইবার গ্রুপ৷ সূত্র মারফত CNN-News18 জানতে পেরেছে, এই সাইবার হানায় ভারতীয় প্রতিরক্ষা আধিকারিকদের লগ ইন ক্রেডেনশিয়াল এবং ব্যক্তিগত তথ্য সহ একাধিক সংবেদনশীল তথ্য হ্যাকারদের হাতে চলে গিয়ে থাকতে পারে৷ অন্তত তেমনই আশঙ্কা করছেন কর্তৃপক্ষ৷ আরও ক্ষতি রুখতে বর্তমানে ওয়েবসাইটগুলোকে অফলাইন করে দেওয়া হয়েছে৷
‘পাকিস্তান সাইবার ফোর্স’ নামের এক সোশ্যাল মিডিয়া হ্যান্ডল মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এবং মনোহর পাররিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিস অ্যান্ড অ্যানালিসিসের ওয়েবসাইট হ্যাক করার দায় স্বীকার করেছে৷
CNN-News18 জানতে পেরেছে, হ্যাকাররা আর্মার্ড ভেহিকল নিগম লিমিটেড নামের প্রতিরক্ষা মন্ত্রকের আওতায় থাকা একটি পাবলিক সেক্টরের ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা করেছিল৷
advertisement
advertisement
বর্তমানে নিষিদ্ধ ওই পাকিস্তানের হ্যাকার গ্রুপ সোশ্যাল মিডিয়ায় আর্মার্ড ভেহিকল নিগম লিমিটেডের ওয়েবপেজের স্ক্রিনশট শেয়ার করেছে৷ পাশাপাশি, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিক হিসাবে দাবি করে একটি নামের তালিকাও তারা প্রকাশ করেছে৷ পোস্টের সঙ্গে লিখেছে, ‘হ্যাকড. তোমাদের নিরাপত্তা একটা ধারণা মাত্র৷ MES ডেটা ওনড’৷
advertisement
হ্যাকাররা দাবি করেছে, মনোহর পাররিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিস অ্যান্ড অ্যানালিসিসের ওয়েবসাইটের ১৬০০ বইউজারের ১০ জিবি ডেটা তারা হাতে পেয়েছে৷
সূত্রের খবর, নিরাপত্তার খাতিরে আর্মার্ড ভেহিকল নিগম লিমিটেড ওয়েবসাইট বর্তমানে অফলাইন করে দেওয়া হয়েছে৷ কতটা কী ক্ষতি হয়েছে, বা আদৌ হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন ভারতীয় আধিকারিকেরা৷
বাংলা খবর/ খবর/দেশ/
Pakistani Hacker: ফের পাকিস্তানি হ্যাকারদের টার্গেট ভারত! পোস্ট ঘিরে আশঙ্কা একাধিক মিলিটারি ওয়েবসাইট নিয়ে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement