Modi-Putin Talk: আরও কোণঠাসা পাকিস্তান! এবার মোদির সঙ্গে ফোনে কথা পুতিনের, বছরের শেষেই ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট

Last Updated:

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনা নিয়ে আজ রাষ্ট্রপুঞ্জের রুদ্ধদ্বার বৈঠক৷ তার আগে মোদিকে ফোন করে পুতিনের এইভাবে পাশে থাকার কথা জানানো আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত বার্তাবহ ঘটনা বলে মনে করা হচ্ছে৷

pic: reuters
pic: reuters
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন ভ্লাদিমির পুতিন৷ ফোনালাপের সময় গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলার তীব্র নিন্দা করেন রাশিয়ার প্রেসিডেন্ট৷ দুই রাষ্ট্রনেতার কথোপকথনের বিষয়ে কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, জঙ্গি হামলায় নিরপরাধ মানুষের এভাবে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন পুতিন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে সম্পূর্ণরূপে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি৷ পুতিন বলেছেন, ‘‘হামলার পিছনে থাকা অপরাধীদের অবশ্যই বিচার হওয়া দরকার৷’’
পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনা নিয়ে আজ রাষ্ট্রপুঞ্জের রুদ্ধদ্বার বৈঠক৷ তার আগে মোদিকে ফোন করে পুতিনের এইভাবে পাশে থাকার কথা জানানো আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত বার্তাবহ ঘটনা বলে মনে করা হচ্ছে৷
advertisement
পাশাপাশি, এদিন দুই রাষ্ট্রনেতাই তাঁদের দুই দেশের কৌশলী সম্পর্ক আরও মজবুত করার কথা জানিয়েছে৷ ‘ভিক্ট্রি ডে’-র ৮০তম বার্ষিকী উপলক্ষে পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি৷
advertisement
পাশাপাশি, পুতিনকে ভারতের ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বার্ষিক সামিটে আসার আমন্ত্রণও জানিয়েছেন মোদি৷ পুতিন সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে৷ ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের ২৩ তম বর্ষের অনুষ্ঠান আয়োজিত হবে ভারতে৷ গত বছর তা মস্কোয় আয়োজিত হয়েছিল৷ পুতিনের আমন্ত্রণে সেবার রাশিয়ায় গিয়েছিলেন মোদি৷
advertisement
এর আগে পহেলগাঁও হামলার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূকে চিঠি পাঠিয়ে শোকপ্রকাশ করেছিলেন পুতিন৷ চিঠিতে লেখা ছিল- ‘‘পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত৷ এমন নৃশংস অপরাধের পিছনে কোনও যৌক্তিক কারণ থাকতে পারে না৷ যারা এই ঘটনার পিছনে রয়েছে, যারা অপরাধী তাদের শাস্তি ভোগ করতেই হবে৷’’
পাকিস্তানের সঙ্গে ভারতের বর্তমান এই টানটান পরিস্থিতির মাঝেই ভারতীয় সেনার হাতে পৌঁছেছে রাশিয়ার Igla-S মিসাইল৷ এতে রয়েছে বিশেষ S-400 missile defence system৷ আকাশ পথে হামলার ক্ষেত্রে এই রুশ মিসাইল ভারতীয় সেনার অন্যতম প্রধান অস্ত্র৷ ২০০৯ সালে রাশিয়ার সহায়তায় এই মিসাইল তৈরি করেছিল ভারত৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Modi-Putin Talk: আরও কোণঠাসা পাকিস্তান! এবার মোদির সঙ্গে ফোনে কথা পুতিনের, বছরের শেষেই ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement