Pakistan on Pahalgam: ২৪-৩৬ ঘণ্টার মধ্যেই মিলিটারি অ্যাকশন! মোদির বার্তার পরেই ভয়ে কাঁপছে পাকিস্তান...পাক গোয়েন্দারাই করছে অ্যালার্ট

Last Updated:

পাকিস্তানের তথ্য এবং সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, ভারত মিথ্যা ও বানানো অভিযোগে পাকিস্তানের উপর হামলা চালাতে চাইছে। তিনি বলেন, “পাকিস্তান নিজেও বহুবার সন্ত্রাসবাদের শিকার হয়েছে, তাই এ বিষয়ের যন্ত্রণা আমরা ভালই জানি। আমরা সবসময়ই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি, সেটা যেখানেই হোক না কেন।”

NEWS18
NEWS18
পাকিস্তান: গত মঙ্গলবারই ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, এদিন উচ্চ পর্যায়ের নিরাপত্তা বিষয়ক বৈঠকে মোদি জানিয়েছেন, পহেলগাঁওয়ের হামলার জবাব হিসাবে কোথায়, কীভাবে কেমন করে প্রত্যুত্তর দেবে তা ঠিক করবে সেনা৷ তাদের এ নিয়ে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে৷ আর ভারতের প্রধানমন্ত্রীর এই বার্তার পরই নতুন করে ভয় পেয়েছে পাকিস্তান৷ এবার সে দেশের আরেক মন্ত্রী দাবি করেছেন, আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যেই পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত৷ এখানেই শেষ নয়, এ বিষয়ে নাকি ‘বিশ্বস্ত গোয়েন্দা তথ্য’ তাঁদের কাছে রয়েছে বলে জানিয়েছেন ওই মন্ত্রী৷
পাকিস্তানের তথ্য এবং সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, ভারত মিথ্যা ও বানানো অভিযোগে পাকিস্তানের উপর হামলা চালাতে চাইছে। তিনি বলেন, “পাকিস্তান নিজেও বহুবার সন্ত্রাসবাদের শিকার হয়েছে, তাই এ বিষয়ের যন্ত্রণা আমরা ভালই জানি। আমরা সবসময়ই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি, সেটা যেখানেই হোক না কেন।”
তিনি আরও বলেন, “ভারত এখন বিচারক, জুরি আর শাস্তিদাতা হয়ে গেছে। অথচ আমরা চাই, নিরপেক্ষ বিশেষজ্ঞদের নিয়ে একটা স্বচ্ছ তদন্ত হোক। এতে সত্যিটা সামনে আসবে।”
advertisement
advertisement
তারার হুঁশিয়ারি, যদি ভারত সামরিকভাবে কিছু করে, তাহলে তার জবাব কঠিনভাবেই দেবে পাকিস্তান। তিনি আন্তর্জাতিক সমাজকে সতর্ক করে বলেন, “এই উত্তেজনার দায়ভার পুরোপুরি ভারতেরই নিতে হবে।”
শুধু আতাউল্লাহ তারারই নন, এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা মহম্মদ আসিফও দাবি করেছিলেন যে, তাঁরা গোয়েন্দা সূত্রে খবর পেয়েছেন যে ভারত পাকিস্তানের উপরে আক্রমণ চালাতে পারে৷
advertisement
পাক মন্ত্রী আতাউল্লাহ তারার৷
পাক মন্ত্রী আতাউল্লাহ তারার৷
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে রীতিমতো প্রমাদ গুনছে পাকিস্তান৷ বিষয়টা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে রয়টার্সের মতো সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময়েও ভারত নিয়ে ‘আশঙ্কা’ প্রকাশ করে ফেলছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা মহম্মদ আসিফ৷ সোমবার সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ আসিফ দাবি করেছেন, যে কোনও দিনই পাকিস্তানে ঢুকে পড়তে পারে ভারতীয় সেনা৷ বিষয়টা অবশ্যম্ভাবী পর্যায়ে পৌঁছে গিয়েছে৷ সেই কারণে সামরিক প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানও৷
advertisement
আরও পড়ুন: করাচি, লাহৌর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ…শেষ! জাস্ট কয়েক মিনিটের টার্গেট! এমনি এমনি ভয়ে কাঁপছে না পাকিস্তান
সোমবার ইসলামাবাদে নিজের কার্যালয়ে বসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা মুহম্মদ আসিফ বলেছেন, ‘‘আমাদের সেনা সামরিক ভাবে প্রস্তুত হচ্ছে, কারণ এটা (ভারতের সঙ্গে যুদ্ধ) এমন একটা বিষয়, যা এখন অবশ্যম্ভাবী৷ তাই এমন সময় এই কিছু নীতিগত সিদ্ধান্ত নিতেই হয়, সেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ ’’
advertisement
আসিফের দাবি, ভারতের বক্তব্য ক্রমশ তীব্র হচ্ছে৷ আর পাক সেনার তরফেও ভারতের তরফে যে কোনও মুহূর্তে হামলা চালানোর কথা জানা গিয়েছে৷ যদিও কেন তাঁর যুদ্ধ ‘অনিবার্য’ বলে মনে হচ্ছে, সেই কথা পরিষ্কার করেননি আসিফ৷
গত ২২ এপ্রিল, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নয়নাভিরাম বৈসরন উপত্যকায় নৃশংস হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা৷ মারা গিয়েছেন ২৬ জন নিরপরাধ পর্যটক৷ পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলা চালিয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan on Pahalgam: ২৪-৩৬ ঘণ্টার মধ্যেই মিলিটারি অ্যাকশন! মোদির বার্তার পরেই ভয়ে কাঁপছে পাকিস্তান...পাক গোয়েন্দারাই করছে অ্যালার্ট
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement