Pakistan on Pahalgam: ‘যে কোনও মুহূর্তে পাকিস্তানে ঢুকে পড়তে পারে ভারতীয় সেনা...যুদ্ধ হচ্ছেই’: পাক প্রতিরক্ষমন্ত্রী আসিফ

Last Updated:

আসিফের দাবি, ভারতের বক্তব্য ক্রমশ তীব্র হচ্ছে৷ আর পাক সেনার তরফেও ভারতের তরফে যে কোনও মুহূর্তে হামলা চালানোর কথা জানা গিয়েছে৷ যদিও কেন তাঁর যুদ্ধ ‘অনিবার্য’ বলে মনে হচ্ছে, সেই কথা পরিষ্কার করেননি আসিফ৷

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা মহম্মদ আসিফ৷
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা মহম্মদ আসিফ৷
পাকিস্তান: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে রীতিমতো প্রমাদ গুনছে পাকিস্তান৷ বিষয়টা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে রয়টার্সের মতো সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময়েও ভারত নিয়ে ‘আশঙ্কা’ প্রকাশ করে ফেলছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা মহম্মদ আসিফ৷ সোমবার সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ আসিফ দাবি করেছেন, যে কোনও দিনই পাকিস্তানে ঢুকে পড়তে পারে ভারতীয় সেনা৷ বিষয়টা অবশ্যম্ভাবী পর্যায়ে পৌঁছে গিয়েছে৷ সেই কারণে সামরিক প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানও৷
গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নয়নাভিরাম বৈসরন উপত্যকায় নৃশংস হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা৷ মারা গিয়েছেন ২৬ জন নিরপরাধ পর্যটক৷ পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলা চালিয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর৷
সোমবার ইসলামাবাদে নিজের কার্যালয়ে বসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা মুহম্মদ আসিফ বলেছেন, ‘‘আমাদের সেনা সামরিক ভাবে প্রস্তুত হচ্ছে, কারণ এটা (ভারতের সঙ্গে যুদ্ধ) এমন একটা বিষয়, যা এখন অবশ্যম্ভাবী৷ তাই এমন সময় এই কিছু নীতিগত সিদ্ধান্ত নিতেই হয়, সেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ ’’
advertisement
advertisement
আসিফের দাবি, ভারতের বক্তব্য ক্রমশ তীব্র হচ্ছে৷ আর পাক সেনার তরফেও ভারতের তরফে যে কোনও মুহূর্তে হামলা চালানোর কথা জানা গিয়েছে৷ যদিও কেন তাঁর যুদ্ধ ‘অনিবার্য’ বলে মনে হচ্ছে, সেই কথা পরিষ্কার করেননি আসিফ৷
advertisement
পহেলগাঁওয়ের হামলার পরে দুই সন্দেহভাজন জঙ্গি পাকিস্তানি বলে জানতে পেরেছিল ভারত৷ যদিও পাকিস্তান সরকার এ সমস্ত কিছুর সঙ্গে যে কোনও রকমের সংযোগ অস্বীকার করেছে৷
আসিফ জানিয়েছেন, তাঁরা পরমাণু অস্ত্র তখনই ব্যবহার করবেন, যখন পাকিস্তানের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে৷
advertisement
সমা টিভি-কে দেওয়া অন্য একটি সাক্ষাৎকারে আসিফ দাবি করেছেন, আগামী ২-৪ দিনের মধ্যেই যুদ্ধ বাঁধতে পারে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan on Pahalgam: ‘যে কোনও মুহূর্তে পাকিস্তানে ঢুকে পড়তে পারে ভারতীয় সেনা...যুদ্ধ হচ্ছেই’: পাক প্রতিরক্ষমন্ত্রী আসিফ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement