PM Modi Speech In Rajya Sabha: বিরোধীদের স্লোগান ‘মোদি-আদানি, ভাই-ভাই’, বক্তৃতায় তবু ঝাঁঝাল আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি

Last Updated:

PM Modi Speech In Rajya Sabha: রাহুল গান্ধি-সহ বিরোধীরা ক্রমাগত কেন্দ্রীয় সরকারকে ও প্রধানমন্ত্রীকে আদানি ইস্যুতে আক্রমণ করে চলেছে৷

রাজসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি
রাজসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের সময় উত্তাল হয়ে উঠল সংসদের উচ্চকক্ষ৷ রাজ্যসভায় মোদির ভাষণের সময় স্লোগান উঠল ‘মোদি-আদানি ভাই-ভাই’৷ আর সেই স্লোগানের মধ্যেই ভাষণ চালিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কোনও কিছুর তোয়াক্কা না করেই বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী৷
রাজ্যসভায় এ দিন প্রধানমন্ত্রীর ভাষণের শুরুর দিকে পরিস্থিতি শান্তই ছিল৷ ক্রমে তা উত্তপ্ত হয়ে ওঠে৷ সেখানেই কেন্দ্রীয় সরকারের একাধিক সাফল্যের কথা তুলে ধরতে শুরু করেন তিনি৷ তার পরেই বিরোধীদের আক্রমণ করেন৷ তিনি কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ‘‘ওঁরা বলতেন, গরিবি হঠাও, কিন্তু চার দশক ধরে তাঁরা কিছুই করেননি৷ কিন্তু আমরা সাধারণ মানুষের আশা পূরণ করতে সক্ষম হয়েছিল৷ দেশের মানুষের আশা পূর্ণ হয়েছে৷’’
advertisement
advertisement
তার মধ্যেই শুরু হয় স্লোগান৷ বিরোধীরা স্লোগান দিতে থাকেন, ‘‘মোদি-আদানি ভাই-ভাই’৷ তার মধ্যেই মোদি পাল্টা জবাব দিতে থাকেন বিরোধীদের৷ মোদি বলেন, ‘আপনারা যত কাদা ছুড়বেন, ততই আরও বেশি করে পদ্মফুল ফুটবে৷’ পাশাপাশি বিরোধী সাংসদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই সংসদে কী বলা হচ্ছে, গোটা দেশ তা মন দিয়ে শোনে৷ কিছু সাংসদরা এখানে অদ্ভুত ব্যবহার করছেন৷ সেটা খুবই দুর্ভাগ্যজনক৷’
advertisement
রাহুল গান্ধি-সহ বিরোধীরা ক্রমাগত কেন্দ্রীয় সরকারকে ও প্রধানমন্ত্রীকে আদানি ইস্যুতে আক্রমণ করে চলেছে৷ অধিবেশের বিভিন্ন সময়ে নাম করে ও নাম না করেও বিরোধীরা আদানি ইস্যু তোলার চেষ্টা করেছে৷ কিন্তু তাতে আমল দেয়নি সরকার৷ আজ বৃহস্পতিবার সেই নিয়েই ফের আক্রমণ শানিয়েছে বিরোধীরা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi Speech In Rajya Sabha: বিরোধীদের স্লোগান ‘মোদি-আদানি, ভাই-ভাই’, বক্তৃতায় তবু ঝাঁঝাল আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement