PM Modi Speech In Rajya Sabha: বিরোধীদের স্লোগান ‘মোদি-আদানি, ভাই-ভাই’, বক্তৃতায় তবু ঝাঁঝাল আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি

Last Updated:

PM Modi Speech In Rajya Sabha: রাহুল গান্ধি-সহ বিরোধীরা ক্রমাগত কেন্দ্রীয় সরকারকে ও প্রধানমন্ত্রীকে আদানি ইস্যুতে আক্রমণ করে চলেছে৷

রাজসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি
রাজসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের সময় উত্তাল হয়ে উঠল সংসদের উচ্চকক্ষ৷ রাজ্যসভায় মোদির ভাষণের সময় স্লোগান উঠল ‘মোদি-আদানি ভাই-ভাই’৷ আর সেই স্লোগানের মধ্যেই ভাষণ চালিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কোনও কিছুর তোয়াক্কা না করেই বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী৷
রাজ্যসভায় এ দিন প্রধানমন্ত্রীর ভাষণের শুরুর দিকে পরিস্থিতি শান্তই ছিল৷ ক্রমে তা উত্তপ্ত হয়ে ওঠে৷ সেখানেই কেন্দ্রীয় সরকারের একাধিক সাফল্যের কথা তুলে ধরতে শুরু করেন তিনি৷ তার পরেই বিরোধীদের আক্রমণ করেন৷ তিনি কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ‘‘ওঁরা বলতেন, গরিবি হঠাও, কিন্তু চার দশক ধরে তাঁরা কিছুই করেননি৷ কিন্তু আমরা সাধারণ মানুষের আশা পূরণ করতে সক্ষম হয়েছিল৷ দেশের মানুষের আশা পূর্ণ হয়েছে৷’’
advertisement
advertisement
তার মধ্যেই শুরু হয় স্লোগান৷ বিরোধীরা স্লোগান দিতে থাকেন, ‘‘মোদি-আদানি ভাই-ভাই’৷ তার মধ্যেই মোদি পাল্টা জবাব দিতে থাকেন বিরোধীদের৷ মোদি বলেন, ‘আপনারা যত কাদা ছুড়বেন, ততই আরও বেশি করে পদ্মফুল ফুটবে৷’ পাশাপাশি বিরোধী সাংসদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই সংসদে কী বলা হচ্ছে, গোটা দেশ তা মন দিয়ে শোনে৷ কিছু সাংসদরা এখানে অদ্ভুত ব্যবহার করছেন৷ সেটা খুবই দুর্ভাগ্যজনক৷’
advertisement
রাহুল গান্ধি-সহ বিরোধীরা ক্রমাগত কেন্দ্রীয় সরকারকে ও প্রধানমন্ত্রীকে আদানি ইস্যুতে আক্রমণ করে চলেছে৷ অধিবেশের বিভিন্ন সময়ে নাম করে ও নাম না করেও বিরোধীরা আদানি ইস্যু তোলার চেষ্টা করেছে৷ কিন্তু তাতে আমল দেয়নি সরকার৷ আজ বৃহস্পতিবার সেই নিয়েই ফের আক্রমণ শানিয়েছে বিরোধীরা৷
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi Speech In Rajya Sabha: বিরোধীদের স্লোগান ‘মোদি-আদানি, ভাই-ভাই’, বক্তৃতায় তবু ঝাঁঝাল আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement