টাকা নয়ছয়ের অভিযোগ, এবার রাজ্যে আসছে ক্যাগ অডিটের বিশেষ দল

Last Updated:

গত তিন বছরের আর্থিক হিসেব খতিয়ে দেখবে এই বিশেষ অডিট টিম। আগামী সপ্তাহে দিল্লি থেকে বিশেষ অডিট টিম আসতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর।

আগামী সপ্তাহে দিল্লি থেকে বিশেষ অডিট টিম আসতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর।
আগামী সপ্তাহে দিল্লি থেকে বিশেষ অডিট টিম আসতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর।
কলকাতা: পিএম পোষণ প্রকল্পের আর্থিক খরচের হিসেব দেখতে রাজ্যে আসছে সিএজি অডিটের বিশেষ টিম। গত তিন বছরে পিএম পোষণ প্রকল্প বা মিড ডে মিল প্রকল্পের টাকা নয় ছয় হয়েছে বলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অভিযোগ। সেই অভিযোগের প্রেক্ষিতেই সিএজি অডিটের বিশেষ টিম রাজ্যে এসে আর্থিক হিসেব খতিয়ে দেখবে বলেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে সিএজি অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবারই এই অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই অডিটের নির্দেশ দেওয়ার পর রাজ্যের শিক্ষা দপ্তরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া পাওয়া যায়নি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।
তবে এই অডিটের টিম পাঠানো কে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ আনা হয়েছে রাজ্যকে আর্থিকভাবে অবরুদ্ধ করার জন্যই এই ধরনের টিম পাঠানো হচ্ছে। অন্যদিকে পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে অডিটের টিমের রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বিশেষ পদক্ষেপ নেবে। সম্প্রতি রাজ্যে এসে পরিদর্শন করে গেছে মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় দল। জয়েন্ট রিভিউ মিশনের অধীনে ১১ সদস্যের প্রতিনিধি দল রাজ্যে পরিদর্শন করেছে। পরিদর্শন করার পাশাপাশি রাজ্যের মিড ডে মিল কেমন ভাবে চলছে তা দেখতে একাধিক জেলাও ঘুরেছে এই প্রতিনিধি দল।
advertisement
আরও পড়ুন: অপেক্ষার অবসান, নবদম্পতির ছবি প্রকাশ্যে, কিয়ারার গালে চুম্বন আঁকলেন সিদ্ধার্থ
তারপরই সেই প্রতিনিধি দল দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে রিপোর্ট দিয়েছে। মনে করা হচ্ছে সেই রিপোর্টের প্রেক্ষিতেই তৈরি করি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সিএজি অডিট করার নির্দেশ দিয়েছে। সম্প্রতি রাজ্যের বিরোধী দলের তরফে অভিযোগ আনা হয়েছিল মিড ডে মিলের টাকা দিয়ে অন্যান্য প্রকল্পের টাকার খরচ মেটানো হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এর কাছেও এই অভিযোগ আনা হয়েছিল। যদিও রাজ্যে প্রায় নয় বছর বাদে এই ধরনের মিড ডে মিল নিয়ে টিম পাঠানো হয়েছিল। নবান্ন সূত্রে খবর রাজ্যে শিক্ষা দফতরের আধিকারিকদের পাশাপাশি রাজ্যের অর্থ দফতরের আধিকারিকদের নিয়েও বৈঠক করবে সিএজি অডিটের এই বিশেষ টিম। রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিকদের অবশ্য ব্যাখ্যা, মিড ডে মিল নিয়ে জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধি দল রাজ্যে এসে সন্তোষ প্রকাশ করে গেছে। তাই সিএজি অডিট এর টিম যা জানতে চাইবে সেটাই তাদের জানিয়ে দেওয়া হবে। যদিও রাজ্যে শিক্ষা দপ্তরের আধিকারিকদের এও যুক্তি যেকোনো প্রকল্পের টাকা সিএজি অডিট হতেই পারে। তবে আপাতত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই নির্দেশকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
advertisement
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/কলকাতা/
টাকা নয়ছয়ের অভিযোগ, এবার রাজ্যে আসছে ক্যাগ অডিটের বিশেষ দল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement