Ed Raid Kolkata: রাতভর তল্লাশি, বান্ডিল-বান্ডিল ভর্তি টাকা! বালিগঞ্জে আর যা পেল ইডি, বিরাট চমক
- Published by:Suman Biswas
Last Updated:
Ed Raid Kolkata: তদন্তের সূত্রেই কয়লা পাচারকাণ্ডের এই বেসরকারি সংস্থার নাম সামনে আসে। ইডি জানতে পারে, এই বেসরকারি সংস্থাটির মাধ্যমে কয়লা পাচারকাণ্ডের টাকা বিনিয়োগ করা হত।
কলকাতা: কয়লাকাণ্ডে ইডির অভিযান কলকাতা শহরে। তল্লাশিতে ফের বান্ডিল বান্ডিল নোটের হদিশ কলকাতার বুকে। কলকাতায় এক ব্যবসায়ীক প্রতিষ্ঠানের অফিসে হানা দিয়েছিল ইডি। সারা রাত ধরে তল্লাশি। ভোর পর্যন্ত চলে সেই তল্লাশি প্রক্রিয়া। ইডি সূত্রে খবর, মোট উদ্ধার হওয়া টাকার অঙ্ক ১ কোটি ৪০ লক্ষ টাকা। এছাড়াও একটি ডেস্কটপ কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। কাউকে আটক করা হয়নি। ভোর পর্যন্ত তল্লাশি চালিয়ে বালিগঞ্জের ঠিকানা থেকে বেরোন ইডি আধিকারিকরা।
তদন্তের সূত্রেই কয়লা পাচারকাণ্ডের এই বেসরকারি সংস্থার নাম সামনে আসে। ইডি জানতে পারে, এই বেসরকারি সংস্থাটির মাধ্যমে কয়লা পাচারকাণ্ডের টাকা বিনিয়োগ করা হত। এ ভাবে কালো টাকা সাদা করা হত বলে সন্দেহ তদন্তকারীদের।
আরও পড়ুন: 'এই রিপোর্টে আমরা সন্তুষ্ট নই', বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে গণ্ডগোলে ক্ষুব্ধ হাই কোর্ট
advertisement
জানা গিয়েছে, দিল্লির ইডির টিম কয়লা পাচার মামলায় এই তল্লাশি করছে। কলকাতা ও পাশ্ববর্তী বেশ কিছু জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। বুধবার ভোরে দুই কার্টুন সিআরপিএফ আসে শহরে। ইডির বিশাল টিম কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় এই তল্লাশি অভিযানে যায়। কয়লা পাচারের টাকা কোথায় কোথায় গিয়েছে, মানি ট্রেল লিংকের সূত্রে ধরেই ইডির এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে।
advertisement
আর্থিক প্রতারণার দায়ে ইতিমধ্যেই আটক করা হয়েছে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিককে। কলকাতার এক রেস্তোরাঁর মালিককেও খুঁজছে ইডি। কিন্তু সেই ব্যক্তি পলাতক বলে জানা গিয়েছে। কয়লা পাচার মামলায় ওই দুই ব্যক্তির যোগাযোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর। গরচার ৫এ আর্ল স্ট্রিটে অফিস থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2023 9:08 AM IST